সৌজন্যের রাজনীতি- উন্নয়নের নীল নকশা শত্রুঘ্নর হাতে তুলে দিতে চান আসানসোলের পরাজিত বিজেপি প্রার্থী

আসানসোলে তৃণমূল প্রার্থী তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহার কাছে পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তা সত্ত্বেও আসানসোলের উন্নয়নের জন্য তিনি যে সমস্ত পরিকল্পনা করেছিলেন সে বিষয়ে তৃণমূলের জয়ী প্রার্থীকে সাহায্যের বার্তা দিলেন। জয়ী হলে আসানসোলের জন্য কী কী করবেন? সেবিষয়ে তিনি ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছিলেন বলে দাবি করেন। বিশেষ করে আসানসোলে জল সংকট সমস্যা থেকে শুরু করে কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে নিজের মস্তিষ্কপ্রসূত ব্লু প্রিন্ট তৃণমূলের জয়ী প্রার্থীর হাতে তুলে দিতে চান বলে বার্তা দিয়েছেন বিজেপির প্রার্থী। একই সঙ্গে ভোটে হেরে যাওয়ার কারণও ব্যাখ্যা করলেন আলুওয়ালিয়া।

আরও পড়ুন: ‘মূর্খের কথায় বিচলিত হওয়া ঠিক নয়’, ‘খলিস্তানি’ বিতর্কে বিস্ফোরক BJP-র শিখ সাংসদ

বিজেপি প্রার্থীর মতে, আসানসোলে যে সমস্ত সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম হল পানীয় জলের সংকট। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে তিনি আসানসোলকে পানীয় জল সংকটমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর দাবি, তিনি জয়ী হলে এই নিয়ে কাজ করতেন। এর পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পকে বাস্তবায়িত করতেন, যাতে সেখানে বেকারত্ব সমস্যা দূর হয় এবং কর্মসংস্থান বাড়ে। 

বিজেপি প্রার্থীর মতে, শিক্ষিত যুবকদের কর্মসংস্থান না হলে সে ক্ষেত্রে এই শহর বৃদ্ধের শহরে পরিণত হবে। এর পাশাপাশি আসানসোল যেহেতু একটি শিল্পাঞ্চল। তাই এখানে শিল্প কারখানা বাঁচানো একটি বড় গুরুত্বপূর্ণ কাজ। কারণ এর মাধ্যমে প্রচুর কর্মসংস্থান হয়ে থাকে।   তৃণমূলের জয়ী প্রার্থীর উদ্দেশ্যে আলুওয়ালিয়ার বার্তা, জনগণকে সুখে রাখার দায়িত্ব হল সাংসদের। 

অন্যদিকে, ভোটে হারের জন্য ভুয়ো ভোট এবং প্রক্সি ভোটকেই দায়ী করেছেন বিজেপি প্রার্থী। পাশাপাশি তিনি তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ ৩০০ বুথে এজেন্ট না থাকার ফলে সেখানে ব্যাপকভাবে ছাপ্পা ভোট হয়েছে।

তিনি দাবি করেছেন, গণনার দিন গণনা কেন্দ্রে গিয়ে এই তথ্য পেয়েছিলেন। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে যখন বর্ধমান দুর্গাপুরের সাংসদ ছিলেন আলুওয়ালিয়া তখন তিনি দাবি করেছিলেন, সেখানে প্রায় এক লাখের বেশি ভুয়ো ভোটারের তালিকা নির্বাচন কমিশনকে পাঠিয়েছিলেন। কিন্তু, কোনও উত্তর পাননি। আর তার ফল এখন ভুগতে হচ্ছে। যদিও সেক্ষেত্রে দলের কোনও খামতি রয়েছে কিনা সে বিষয়ে অবশ্য কিছু স্পষ্টভাবে জানাতে চাননি আলুওয়ালিয়া। 

এদিকে, বিজেপি প্রার্থীর এমন অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। তাদের দাবি, হেরে গিয়েছেন বলে বিজেপি প্রার্থী এসব বলছেন। তিনি কেন্দ্রের শাসকদলের প্রতিনিধি। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী সবই তাঁদের সঙ্গে ছিল তাও জিততে পারেনি। প্রকৃতপক্ষে মানুষ তাদের ভোট দেয়নি।