Binoy Tamang: রাজু বিস্তাকে মন্ত্রী করার দাবি বিনয় তামাংয়ের, এবার কোন নৌকায় উঠবেন তিনি?

বিনয় তামাং। তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে বার বারই নানা কথা ওঠে। তবে দার্জিলিংয়ের প্রাক্তন মোর্চা নেতা বিনয় তামাং এবার মুখ খুললেন। তাঁর প্রশ্ন পাহাড়ের জয়ী সাংসদকে কেন মন্ত্রী করা হল না? কেন উত্তরবঙ্গ থেকে বিজয়ী সাংসদদের ঠাঁই হল না সেই প্রশ্ন তোলেন বিনয় তামাং। 

তবে বিনয় তামাং একথা বললেও উত্তরবঙ্গকে যে কেন্দ্রীয় বিজেপি গুরুত্ব দেয় সেটা আগেই জানা গিয়েছিল। এর আগে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয়েছিল।  কিন্তু তিনি এবার হেরে যান। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন জন বারলা। 

এবারও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর চেয়ারে বসানো হচ্ছে। সেক্ষেত্রে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমানে বিনয় তামাংয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই নানা প্রশ্ন। তাঁর রাজনৈতিক অস্তিত্বই সংকটে। সেই নিরিখে এই ধরনের মন্তব্য করে তিনি কার্যত ভেসে থাকার চেষ্টা করছেন। 

বিনয় তামাং বলেন, ২০২৬ সালের বাংলা বিধানসভা ভোটকে সামনে রেখে মোদী সরকারেরও বর্তমান মন্ত্রিসভায় বাংলার অন্তত তিন থেকে চারজন সাংসদকে অন্তর্ভুক্ত করা উচিত। তিনি জানিয়েছেন, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা, তিনি মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক। জলপাইগুড়িতেও বিজেপি সাংসদ। গোর্খারা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি সাংসদ এলাকার একটা বড় অংশে রয়েছে। 

সেক্ষেত্রে বিনয় বলেন, দার্জিলিং, শিলিগুড়ি, তরাই ও ডুয়ার্স অঞ্চলের লোকজন বিজেপির প্রতি আনুগত্যের জন্য রাজনৈতিক ও সাংবিধানিকভাবে এখনও পুরস্কৃত হয়নি। দার্জিলিং তরাই ও ডুয়ার্সের কাছে বিজেপি ঋণী। মাননীয় নরেন্দ্র মোদী আপনি ২০১৪ সালের প্রতিশ্রুতি অনুসারে আমাদের স্বপ্ন পূরণ করুন। রাজু বিস্তা মন্ত্রিসভা পদের জন্য একজন প্রধান প্রার্থী। এটা দার্জিলিং সংসদীয়  নির্বাচনী এলাকা ও ডুয়ার্সের সমগ্র অঞ্চলের মানুষের জন্য় একটি ন্যায্য পুরস্কার হবে। 

তবে যে বিনয় তামাং একথা বলছেন তাঁর নিজের রাজনৈতিক অবস্থানই নড়বড়ে। এর আগে তিনি কংগ্রেসে ছিলেন। কিন্তু সেখানেও বিজেপি মুখী কথা বলায় দল তাঁকে বহিস্কার করেছিল। তবে কি এবার ফের তিনি তৃণমূলে যাওয়ার তোড়জোড় করছেন? নাকি বিজেপির নৌকায় ওঠার ইচ্ছা?