Local Train Service Resumed in Sealdah: ২ ঘণ্টা আগে কাজ শেষ শিয়ালদায়, চালু হচ্ছে লোকাল ট্রেন, কখন পরিষেবা স্বাভাবিক হবে?

নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগেই কাজ শেষ হয়ে গেল শিয়ালদা স্টেশনে। তার ফলে আগেভাগেই শিয়ালদার এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা চালু করা হয়েছে বলে জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে পরিষেবা শুরু হলেও এখনই যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, তেমনটা নয়। এত বড় কর্মযজ্ঞের পরে সবকিছু ঠিকঠাক ছন্দে আসতে কিছুটা সময় লাগবে। নয়া যে সিস্টেম বসানো হয়েছে, সেটার সঙ্গে ধাতস্থ হয়ে গেলেই শিয়ালদা মেন লাইন এবং শিয়ালদায় উত্তর শাখায় পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, ‘আজ বেলা ১২ টা থেকে শিয়ালদা মেন সেকশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন পরিচালনা শুরু হয়েছে। তবে লোকাল ট্রেন পরিচালনা শুরু হলেও কোনও কোনও ট্রেন কিছুটা লেটে চলতে পারে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা যাত্রী পরিষেবা একেবারে স্বাভাবিক করে তুলতে পারব।’ অর্থাৎ শিয়ালদা মেন লাইন এবং উত্তর শাখায় পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন: WB Rain Forecast till 14th June: মারাত্মক গরম চলবে এখন! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি নামবে কবে? কতদিন?

ঠিক কী কাজ হচ্ছিল শিয়ালদায়?

এতদিন শিয়ালদার এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের যা দৈর্ঘ্য ছিল, তাতে ১২ কোচের লোকাল ট্রেন চলানো যাচ্ছিল না। শিয়ালদা মেন লাইন এবং উত্তর শাখায় ১২ কোচের লোকাল ট্রেন চালু করার জন্য ওই পাঁচটি সম্প্রসারণের পথে হাঁটে পূর্ব রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মধ্যরাত সেই কাজ শুরু হয়। তার জেরে শুক্রবার এবং শনিবার চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। তাঁরা অভিযোগ করেন, যতগুলি ট্রেন বাতিলের কথা বলা হয়েছিল, তার থেকে বেশি সংখ্যক ট্রেন বাতিল করে দেওয়া হয়। যে ট্রেনগুলি চলছিল, সেগুলিও অস্বাভাবিক লেটে চলছিল। সবমিলিয়ে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয় শিয়ালদায়। শুক্রবার ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এক যুবকের।

আরও পড়ুন: PM Narendra Modi Oath Taking Ceremony Live Updates- শান্তনু থাকছেন মোদীর ৩.০ ক্যাবিনেটে, আর কারা?

(বিস্তারিত পরে আসছে)