Modi Oath Taking Ceremony LIVE: শান্তনু থাকছেন মোদীর ৩.০ ক্যাবিনেটে, আর কারা?

PM Narendra Modi Oath Taking Ceremony Live Updates: ঐতিহাসিক তৃতীয় দফার জন্য আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। গত দু’বারের মতো তাঁর হাতে একচ্ছত্র ক্ষমতা অবশ্য থাকবে না। বরং জোটসঙ্গীদের ‘মন’ রেখে চলতে হবে অনেক ক্ষেত্রেই। সেই পরিস্থিতিতে মোদী ৩.০ মন্ত্রিসভায় কারা কারা ঠাঁই পাচ্ছেন, তা নিয়ে তুমুল জল্পনা চলছে। এখনও সরকারিভাবে কারও নাম ঘোষণা করা হয়নি। তবে ইতি-উতি ইঙ্গিত মিলতে শুরু করেছে। মোদীর সেই শপথগ্রহণের অনুষ্ঠানের টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে। কে কে মন্ত্রী হচ্ছেন, কারা কোন মন্ত্রক পেলেন, বাংলা থেকে কারা মোদীর ক্যাবিনেটে থাকছেন, তাও জেনে নিন।

09 Jun 2024, 01:19:42 PM IST

Narendra Modi Oath Taking Ceremony Live Updates: দিল্লির পথে দিলীপ, কামব্যাক হবে বঙ্গে?

রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন দিলীপ ঘোষ। সেজন্য সকালে কলকাতা বিমানবন্দরে আসেন। তিনি বলেন, ‘শপথ অনুষ্ঠানে যোগ দেওয়র আমন্ত্রণ পেয়েছি, সেখানেই যাচ্ছি। এছাড়াও দিল্লির বাসভবনে বেশকিছু মালপত্র আছে, সেগুলই খালি করতে হবে। সেই জন্যই যাচ্ছি।’ তারপরই জল্পনা শুরু হয়েছে যে তাহলে দিলীপের কামব্যাক হচ্ছে?

09 Jun 2024, 01:08:08 PM IST

Narendra Modi Oath Taking Ceremony Live Updates: দিল্লিতে পৌঁছালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে শপথগ্রহণ করবেন মোদী। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীলঙ্কাকে। যে দ্বীপরাষ্ট্র ভারতের জন্য গুরুত্বপূর্ণ। 

09 Jun 2024, 12:53:23 PM IST

Narendra Modi Oath Taking Ceremony Live Updates: মোদীর শপথে যাচ্ছেন খাড়গে

আজ রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, কংগ্রেস এবং জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করার পরে সেই সিদ্ধান্ত নিয়েছেন খাড়গে।

09 Jun 2024, 12:42:53 PM IST

Narendra Modi Oath Taking Ceremony Live Updates: মোদী ৩.০ মন্ত্রিসভায় কারা থাকছেন? রইল সম্ভাব্য তালিকা

রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকড়ি, অর্জুন মেঘাওয়াল, শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এস জয়শংকর, আন্নামালাই, মনোহরলাল খট্টর, সর্বানন্দ সোনেওয়াল, কিরণে রিজিজু, রাও ইন্দ্রজিৎ, হর্ষ মলহোত্রা, রক্ষা খাড়সে, বান্দি সঞ্জয়, কি কিষান রেড্ডি, অশ্বিনী বৈষ্ণব, জিতিন প্রসাদ, রভনীত বিট্টু, শান্তনু ঠাকুর, হরদীপ সিং পুরী, নির্মলা সীতারামন, গজেন্দ্র সিং শেখাওয়াত।

09 Jun 2024, 12:34:28 PM IST

Narendra Modi Oath Taking Ceremony Live Updates: অভিজিৎ এবং শান্তনুর কাছে মন্ত্রিত্বের ফোন?

তমলুকের নব-নির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বনগাঁর নব-নির্বাচিত সাংসদ শান্তনু ঠাকুরের কাছে ইতিমধ্যে ফোন এসে গিয়েছে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। যদিও অপর একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে দক্ষিণবঙ্গ থেকে এবার যাঁরা প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছেন, তাঁদের মন্ত্রিসভায় রাখার সম্ভাবনা কম। ফলে অভিজিৎ আদৌও মন্ত্রিসভায় ঠাঁই পাবেন না, তা নিয়ে ধন্দ আছে।

09 Jun 2024, 12:25:06 PM IST

Narendra Modi Oath Taking Ceremony Live Updates: বাংলা থেকে কারা মন্ত্রিত্ব পেতে পারেন?

এবার পশ্চিমবঙ্গ থেকে কারা মন্ত্রিত্ব পাবেন, তা নিয়ে জল্পনা চলছে। মন্ত্রিত্বের দৌড়ে শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মনোজ টিগ্গা, খগেন মুর্মুদের নাম ভেসে উঠছে। কানাঘুষো চলছে যে পশ্চিমবঙ্গে দু’জনকে কোনও মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। অথবা গত দু’বারের ‘দুঃখ’ ঘুচিয়ে একজনকে পূর্ণমন্ত্রী করতে পারেন নরেন্দ্র মোদীরা। একজনকে প্রতিমন্ত্রী করা হতে পারে। সেক্ষেত্রে একজন উত্তরবঙ্গের সাংসদ হবেন। অপরজন হবেন দক্ষিণবঙ্গের সাংসদ।

09 Jun 2024, 12:25:06 PM IST

Narendra Modi Oath Taking Ceremony Live Updates: আজ শপথ মোদীর, কে কে থাকবেন মন্ত্রিসভায়?

ঐতিহাসিক তৃতীয় দফার জন্য আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। গত দু’বারের মতো তাঁর হাতে একচ্ছত্র ক্ষমতা অবশ্য থাকবে না। বরং জোটসঙ্গীদের ‘মন’ রেখে চলতে হবে অনেক ক্ষেত্রেই। সেই পরিস্থিতিতে মোদী ৩.০ মন্ত্রিসভায় কারা কারা ঠাঁই পাচ্ছেন, তা নিয়ে তুমুল জল্পনা চলছে। এখনও সরকারিভাবে কারও নাম ঘোষণা করা হয়নি। তবে ইতি-উতি ইঙ্গিত মিলতে শুরু করেছে। মোদীর সেই শপথগ্রহণের অনুষ্ঠানের টাটকা আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে। কে কে মন্ত্রী হচ্ছেন, কারা কোন মন্ত্রক পেলেন, বাংলা থেকে কারা মোদীর ক্যাবিনেটে থাকছেন, তাও জেনে নিন।

09 Jun 2024, 12:25:06 PM IST

Narendra Modi Oath Taking Ceremony Live Updates: মোদীর বাসভবনে শাহ, নড্ডা, রাজনাথরা

চা-চক্রের জন্য ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, রাজনাথ সিং, কিরেণ রিজিজু, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মনোহর লাল খট্টর, শিবরাজ সিং চৌহানরা। আজ সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী।

https://bangla.hindustantimes.com/bengal