Viral Video: কয়েক দিনেই উধাও টাক! পাকা চুল নেই একটাও, ভিডিয়োতে গোপন কৌশল ফাঁস করলেন ইউটিউবার

একেবারে পালিয়ে গিয়েছে পাকা চুল! টাক ঢেকে মাথা ভর্তি চুল গজিয়েছে মাত্র কয়েক দিনেই! ৪৬ বছরের এক ব্যক্তির এমন এক ভিডিয়ো দেখে চক্ষু ছানাবড়া হয়েছে নেটিজেনদের। এক ইউটিউব ভিডিওতে এই বছর ৪৬-এর সফ্টওয়্যার বিলিয়নিয়ার ব্রায়ান জনসন চুল ভালো রাখার তিনটি গোপন কৌশল ফাঁস করেছেন। এই তিন কৌশলেই টাক উধাও হয়ে যাওয়ার দাবি করেছেন ব্রায়ান। শুধু তাই নয় এতে মাথায় একটাও পাকা চুল থাকবে না বলে দাবি করেছেন তিনি ।

সম্প্রতি ইউটিউবে শেয়ার করা একটি ভিডিয়োতে টাক পড়া এবং পাকা চুল উভয় সমস্যাকেই সমূলে পরাজিত করার কৌশল শিখিয়েছেন ব্রায়ান জনসন। ৯ ফেব্রুয়ারিতে পোস্ট করা এই ভিডিয়োতে স্বাস্থ্যবান ও লাস্যময় চুলের রহস্য জানা গিয়েছে। এই কৌশল মেনেই টাক ঢেকে ঘন কালো চুল গজিয়েছে ব্রায়ানের মাথায়। আসুন জেনে নেওয়া যাক ভিডিওতে কোন তিনটি কৌশল শিখিয়েছেন এই সফ্টওয়্যার বিলিয়নিয়ার।

আরও পড়ুন: ডিজিটাল যুগেও চশমা ছাড়া থাকবে আপনার শিশু! ছোটদের চোখের যত্ন নিন এভাবে

ভিডিওতে মিঃ জনসন চুল ঝরে পড়া বা চুল পাতলা হয়ে যাওয়ার আগেই বিশেষ যত্ন নেওয়ার কথা জানিয়েছেন। নিজের মাথায় ঘন-কালো চুল পেতে প্রতিদিন সকালে কিছু বিশেষ নিয়ম মেনেছেন ব্রায়ান। সবার আগে তিনি রোজ সকালে মাথায় রেড লাইট থেরাপি ব্যবহার করেন। এর জন্য রোজ কমপক্ষে ৬ মিনিটের জন্য ব্যাটারি চালিত রেড লাইট ক্যাপ পরেছেন তিনি। এই রেড লাইট থেরাপির ব্যবহারের কারণে মাথায় ভালো মতো রক্ত প্রবাহ হয় এবং চুলের ফলিকলের ক্রিয়াকলাপও উদ্দীপিত হয়।

এরপরে ব্রায়ান ক্যাফিন, ফিনাস্টেরাইড, মিনোক্সিডিল এজেলিক অ্যাসিড, ডাইক্লোফেনাক, চা গাছের তেল, রোজমেরি, জিঙ্কো বিলোবা, বায়োটিন এবং মেলাটোনিনের মতো উপাদানগুলির সমন্বয়ে একটি বিশেষ চিকিৎসা শুরু করেন।

এ ছাড়াও তিনি মাইক্রোনেডলিং ব্যবহার করেন এবং চুলের গোড়ায় বিশেষ পিআরপি ইনজেকশনও নেন। পাকা চুল দূর করতে জিআর সেভেন ব্যবহার করেন, এটি চুল ঝরা রোধ করতে সহায়তা করে শুধু তাই নয় পাকা চুলও রোধ করে।

এরপর চুলের ঘনত্ব বৃ্দ্ধির জন্য মিনোক্সিডিল ৫%-ব্যবহারের পরামর্শ দিয়েছেন ব্রায়ান। এবং এতেই দারুন ভাবে চুলের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, যে এই সব চিকিৎসা মানার পরে তিনি চুলের বায়োপসি করে দেখেছেন যে চুলের রঞ্জকে প্রচুর পরিবর্তন এসেছে।

আরও পড়ুন: আপেল খেলেই নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরল! আর কী কী গুণ রয়েছে এই ফলের

গত বছরেও এমনই এক আশ্চর্যজনক দাবি করেছিলেন ব্রায়ান। তিনি জানান যে, দৈনন্দিন খাদ্যাভাসের পরিবর্তনের কারণে তার ফুসফুসের ক্ষমতা ১৮ বছরের এক তরুণের মতোই হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তাঁর হৃদপিণ্ডের ক্ষমতা ৩৭ বছরের এক তরুণের মতো হয়ে যায় এবং ২৮ বছরের এক তরুণের মতোই ত্বক হয়ে গিয়েছে তাঁর।

এর জন্য ব্রায়ান রোজ রাত সাড়ে আটটার মধ্যে ঘুমাতে যান এবং সকাল ৬ টা থেকে ১১ টার মধ্যে দিনে ২২৫০ ক্যালোরি গ্রহণ করেন এবং শুধু তাই নয় নিজের বার্ধক্য রোধ করতে সারাদিনে প্রায় ১১১ টি ওষুধও খান তিনি। এ ছাড়াও প্রায় ৩০ জনের একটি চিকিৎসক দলের পরীক্ষাধীনে থাকেন ব্রায়ান। নিজের কিশোর ছেলের সঙ্গে রক্তেরও অদল বদল করেছেন এই সফ্টওয়্যার বিলিয়নিয়ার।