Viral Video: বাঙালি ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে এমন কোমর দোলালেন আইরিশ আন্টি! ভাইরাল হয়ে গেল ভিডিয়ো

আমার তোমার সংস্কৃতি যখন আমাদের সংস্কৃতি হয়ে যায়, তখন তার মাধুর্য্যটাই আলাদা হয়ে যায়। বিশেষ করে বিয়ের অনুষ্ঠান হলে তো দারুণ ব্যাপার। একে অপরের ঐতিহ্য সম্পর্কে নতুন জিনিস শেখার সুযোগ হয়ে যায়। যেমনটা এদিন হয়েছে। এক আইরিশ মহিলার শেয়ার করা একটি ভিডিয়োতে সেই দিকগুলিই পুরোপুরি তুলে ধরা হয়েছে৷ ফুটেজটি একটি বিয়েতে ওই মহিলার নাচের মুহূর্ত দেখিয়েছে। ক্লিপটি ভাগ করে নেওয়ার সময় তিনি উল্লেখ করেছেন যে এই ইভেন্টটি তাঁর বাঙালি ভাগ্নের প্রাক-বিবাহ অনুষ্ঠানের দিন ক্যাপচার করা।

আরও পড়ুন: (Nitish tries to touch Modi’s feet: প্রণাম করার চেষ্টা ‘বড়’ নীতীশের, থামালেন মোদী, বললেন ‘এদিক-ওদিক করলে লাভ হয় না’)

ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে

একটি বাঙালি পরিবারে বিয়ে করেছেন এই মহিলা। নাম ক্যারি বয়েড-শাহ। শ্বশুরবাড়িরই অনুষ্ঠান ছিল এটি। সেই অনুষ্ঠানেই ক্যাপচার করা ভিডিয়োতে বয়েডকে দেখা গিয়েছে, গর্জিয়াস লুকে। একটি সুন্দর শাড়ি পরে, ঐতিহ্যবাহী গহনায় সেজে অনুষ্ঠানে নেচে উঠেছিলেন বয়েড। ভিডিয়োটি এগোনোর সঙ্গে সঙ্গে আলাদাই সুন্দর লাগছিলেন তিনি। ভিডিয়োটি শেয়ার করে ওই আইরিশ মহিলা বয়েদ-শাহ ইনস্টাগ্রামে লিখেছেন আজকে একটু আলাদা কিছু, এই সপ্তাহে আমার কাছ থেকে কোনও হোম কন্টেন্ট পাবেন না কারণ আমরা আমাদের ভাগ্নের বিয়ে উদযাপন করছি তখন। আমি তাঁর মেহেন্দি পার্টিতে আমার ভাগ্নিদের সঙ্গে ডান্সও করেছি।

আরও পড়ুন: (EMI for Bribe: ঘুষ নিতে EMI এর অপশন খোলা রাখছেন কিছু ‘দয়ালু’ সরকারি অফিসার- রিপোর্ট, কোথায় ঘটছে?)

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই ক্লিপ সম্পর্কে কী বলেছেন

পোস্ট করার পর থেকে, ক্লিপটি ৭.৩ লক্ষেরও বেশি ভিউ সংগ্রহ করেছে। শেয়ারটি আরও প্রায় ১২,০০০ লাইক জমা করেছে। নেটিজেনরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। এখন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, আপনি দেখতে ক্যাটি পেরির মতো। ওই ব্যবহারকারীর মতো করে একই অনুভূতি আরও বেশ কয়েকজন প্রকাশ করেছিলেন। আরও একজন বলেছেন, ওহ, কত সুন্দর। আপনি কল্পনার মতো সুন্দর। আরও একজন বলেছেন, আমি অবাক হয়েছি যে তুমি নাচের প্রতিটা স্টেপ কীভাবে এত সুন্দর ভাবে কনে রেখেছ। তোমাকে অবিশ্বাস্য লাগছে, ক্যারি! ক্যারি, তুমি সুপারস্টার! তোমায় খুব আশ্চর্যজনক দেখাচ্ছে, চতুর্থজন প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ক্যারি বয়েড-শাহ বেশিরভাগই তাঁর ইনস্টাগ্রাম পেজে বাড়ির সাজসজ্জা সম্পর্কিত কন্টেন্ট পোস্ট করেন। ক্যারির একটি সুন্দর পরিবার রয়েছে, স্বামী এবং দুই কন্যাকে সুখী গৃহকোণ তাঁর।