Paris Olympics 2024 Rohan Bopanna, Sumit Nagal secure quotas for India get to know

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সের টিকিট পাকা করলেন ভারতীয় টেনিসের ২ উজ্জ্বল নক্ষত্র রোহন বোপান্না (Rohan Bopanna) ও সুমিত নাগাল (Sumit Nagal)। গত রবিবারই হেইলবোর্ন চ্যালেঞ্জার্স (হেইলব্রোনার নেকারকাপের) শিরোপা জিতে নিয়েছিলেন তরুণ এই সিঙ্গলস তারকা। এই জয়ের ফলে ক্রমতালিকায় ১৮ ধাপ এগিয়ে ৭৭ নম্বরে উঠে এসেছিলেন নাগাল। অলিম্পিক্সে প্রথম ৬৪ জন টেনিস তারকা মূলভাগে অংশগ্রহণ করবেন। সেখানে ভারতীয়দের মধ্যে একমাত্র নাগালই সরাসরি অলিম্পিক্সে খেলার যোগ্যতাঅর্জনের দৌড়ে ছিলেন। অবশেষে কোটায় প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) খেলার যোগ্যতা অর্জন করে ফেললেন তিনি। প্রতিটা দেশ সর্বোচ্চ চারজন প্লেয়ার অলিম্পিক্সের জন্য পাঠাতে পারবে। আর সেই কোটাতেই ৫৬ নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন নাগাল। এর আগে টোকিও অলিম্পিক্সেও খেলেছিলেন নাগাল। গত জানুয়ারিতেও ক্রমতালিকায় ১৩৮ নম্বরে ছিলেন নাগাল। কিন্তু চলতি বছরেই চেন্নাই ওপেন জিতে প্রথম একশোয় ঢুকে পড়েন এই ভারতীয় টেনিস তারকা। অলিম্পিক গেমসে ৬৪ জন পুরুষ সিঙ্গেলস বিভাগে খেলার সুযোগ পাবেন। ১০ তারিখ অর্থাৎ গত সোমবারই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই নাম রয়েছে সুমিতের।

 


অন্যদিকে, অলিম্পিক্সের ডাবলসে পুরুষ ও মহিলা বিভাগে মোট ৩২টি দল অংশ নিতে পারবে। একটি দেশ থেকে সর্বাধিক ২ টো দল অংশ নিতে পারবে। এটিপি ক্রমতালিকায় ডাবলসে সেরা দশে থাকা প্লেয়াররা সরাসরি অলিম্পিক্সে নামার যোগ্যতা অর্জন করবে। এছাড়াও প্রথম দশে থাকা প্লেয়ারদের পার্টনার যদি ক্রমতালিকায় তিনশোর মধ্যে থাকেন, তবে তাঁকে পার্টনার হিসেবে বেছে নেওয়া যাবে। রোহন এক্ষেত্রে বিশ্বের ৬৭ নম্বর শ্রীরাম বালাজিকে পার্টনার হিসেবে বেছে নিয়েছেন। উল্লেখ্য, গত নভেম্বরে পুরুষদের ডাবলসে বিশ্বের এক নম্বর স্থান অধিকার করেছিলেন রোপান্না। ৪৪ বছরের বর্ষীয়ান টেনিস প্লেয়ার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন জানুয়ারিতে। গত সপ্তাহে ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছেছিলেন। ২০১২ লন্ডন ও ২০১৬ রিও অলিম্পিক্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন বোপান্না। তবে ২০২০ টোকিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে ব্য়র্থ হয়েছিলেন বোপান্না। 

উল্লেখ্য, আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্য়ারিস অলিম্পিক্স। চলবে ১১ আগস্ট পর্যন্ত। 

আরও দেখুন