Calcutta High Court: ভুয়ো FIR করার অভিযোগ, সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনকত কর্মী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের গ্রেফতারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল কলকাতা হাইকোর্ট। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানায় ভাস্করবাবুর বিরুদ্ধে দায়ের হয়েছে মারধর, শ্লীলতাহানি ও গর্ভপাতের অভিযোগ। সেই মামলায় ভাস্করবাবুসহ সংগ্রামী যৌথ মঞ্চের কোনও নেতাকে পুলিশ গ্রেফতার করতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

আরও পড়ুন – দুর্নীতি করে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ছাড়তেই হবে: সুকান্ত

পড়তে থাকুন – মমতার ঔদ্ধত্যেই রাজ্যে থমকে বন্দর তৈরির কাজ: জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর

 

পুলিশের দাবি, গত ১৬ মে ভাস্কর ঘোষের বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় মারধর, শ্লীলতাহানি ও তার জেরে গর্ভপাত হয়ে গিয়েছে অভিযোগ করেন এক মহিলা। সেই মামলায় গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ভাস্করবাবু। এই মামলার শুনানিতে বুধবার আদালতে মহিলার মেডিক্যাল রিপোর্ট জমা দেন অভিযোগকারিনীর আইনজীবী।

পালটা সওয়ালে ভাস্করবাবু আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় ভাস্করবাবুকে গ্রেফতার করতে উঠে পড়ে লেগেছে পুলিশ। তার বিরুদ্ধে একের পর এক ভুয়ো মামলা করছে পুলিশ। তেমনই একটি ভুয়ো মামলা হয়েছে পাণ্ডবেশ্বর থানায়। এই ঘটনায় ভাস্করবাবু কোনও ভাবেই যুক্ত নন।’ এর পরই ভাস্কর ঘোষকে রক্ষাকবচ দেন বিচারপতি সিনহা। সঙ্গে এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চের কাউকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেন তিনি। তবে পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন – অপহরণ, মারধর, হুমকিসহ একাধিক অভিযোগ, সোহমের বিরুদ্ধে আদালতে যাচ্ছে বিজেপি

আমরা আজ মহিলার মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখেছি। সেখানে অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ পাইনি। আগামী শুনানি ১৮ জুলাই। সেদিন আমরা আদালতের সামনে আমাদের হাতে থাকা নথি পেশ করব। আমরা আদালতের কাছে এই ভুয়ো FIR খারিজ করার আবেদন জানিয়েছি।’