india to host fih mens junior hockey world cup 2025

লুসান্নে: পরের বছর, ২০২৫ সালে আয়োজিত হবে ছেলেদের হকি বিশ্বকাপের (FIH Hockey Men’s Junior World Cup) আসর। আন্তর্জাতিক হকি ফেডারেশনের তরফে সেই বিশ্বকাপের ভেন্যু হিসাবে ভারতকেই বেছে নেওয়া হল। এই বিশ্বকাপে কিন্তু ইতিহাস তৈরি হতে চলেছে। কারণ প্রথমবার কোনও জুনিয়র বিশ্বকাপে ২৪টি দল অংশগ্রহণ করতে চলেছে। 

জুনিয়র বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর কারণ হিসাবে এফআইএইচ সভাপতি তায়াব ইক্রাম জানান তাঁদের লক্ষ্যই হল আরও বেশি স্থানে হকি পসার। তিনি বলেন, ‘আমাদের শক্তি ও প্রসার বৃদ্ধি করার অন্যতম মূল মন্ত্রই হল বেশি করে আরও ভিন্ন ধরনের বিভিন্ন প্রান্তের জাতীয় অ্যাসোসিয়েশনগুলিকে খেলার সুযোগ করে দেওয়া। আমরা এ বছর ওমানে আয়োজিত হকি ৫-র বিশ্বকাপেই দেখেছি যে বৈচিত্র থাকলে আমাদের টুর্নামেন্টগুলির মান কতটা বৃদ্ধি পায়। সেই কারণেই হকি এফআইএইচ জুনিয়র বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াতে পেরে আমি খুবই খুশি এবং আমি পরের বছর এই তরুণ ২৪টি দলের খেলার দেখার জন্য মুখিয়ে রয়েছি। ওরাই তো আমাদের খেলার ভবিষ্যৎ। বর্তমানে আমি আমাদের তরফে হকি ইন্ডিয়াকে আরও একটি দারুণ টুর্নামেন্ট আয়োজনের জন্য এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানাতে চাই।’

ছোটদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে হকি ইন্ডিয়াও উচ্ছ্বসিত। হকি ইন্ডিয়ার সভাপতি দলীপ টির্কি এই প্রসঙ্গে বলেন, ‘আন্তর্জাতিক হকি ফেডারেশন ভারতকে এফআইএইচ জুনিয়র বিশ্বকাপ ২০২৫-র আয়োজক হিসাবে বেছে নেওয়ায় আমরা উচ্ছ্বসিত। আমরা আন্তর্জাতিক হকি ফেডারেশন এবং ফেডারেশনের সভাপতি তায়াব ইক্রামকে এর জন্য ধন্যবাদ জানাতে চাই। এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাওয়াটা আন্তর্জাতিক হকির মঞ্চে ভারতের বাড়তি প্রাধান্যর পরিচয়বাহক। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই খেলার উন্নতি সাধনে আমরা কতটা দায়বদ্ধ, সেটাও বোঝায়। আমরা ভারতের গৌরবময় হকির ইতিহাস তুলে ধরতে এবং তরুণদের নিজেদের মেলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’

 

গত বছরই মালয়েশিয়ায় এফআইএইচ হকি জুনিয়র বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। সেই টুর্নামেন্ট জিতেছিল জার্মানি। ২০২৫ সালে কার হাতে খেতাব উঠে, সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মেসিদের খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ, গ্রুপ বিন্যাস থেকে কোথায় দেখবেন খেলা, কোপা আমেরিকার খুঁটিনাটি

আরও দেখুন