Indian coach Igor Stimac laments missed opportunities but praise players after loss vs Qatar FIFA World Cup 2026 Qualifiers

দোহা: কাতারকে হারালেই ইতিহাস গড়ার হাতছানি ছিল। সুযোগ ছিল প্রথমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন (FIFA World Cup 2026 Qualifiers) পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছে যাওয়ার। তবে ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও স্বপ্নভঙ্গ। শেষমেশ ২-১ কাতারের কাছে হেরে (Qatar vs India) ভারতের ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল। এক বিতর্কিত গোলই কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণে নির্ণায়ক হয়ে দাঁড়াল। তবে দুই বারের এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে হারের পরেও ব্লু টাইগার্সদের পারফরম্যান্সে গর্বিতই দলের কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। 

ম্যাচে কাতারের এক সেট পিস থেকে গুরপ্রীতের গায়ে লেগে বল নিশ্চিতভাবেই মাঠের বাইরে চলে গেলেও রেফারি তা বুঝতেই পারেননি। বাই লাইনের বাইরে থেকেই মহিআলদিন বল টেনে নিয়ে আয়মেনেকে বাড়িয়ে দেন। তিনি ভারতের জালে বল জড়িয়ে দেন। গুরপ্রীতদের প্রবল বিরোধে কর্ণপাত করেননি রেফারি। তবে সেইসব নিয়ে নালিশের বদলে স্তিমাচের আক্ষেপ ভারতীয় দল ফাইনাল থার্ডে সুযোগ নষ্ট করায়। ভারতের ক্রোট কোচ ম্যাচ শেষে বলেন, ‘আমার মতে আজ আমার ছেলেদের খেলা নিয়ে অভিযোগ করার কোনও জায়গা নেই। ওরা দুরন্ত পারফর্ম করেছে এবং সকল ভারতীয় সমর্থকদেরই ওদের খেলায় গর্ব বোধ করা উচিত। আমরা ম্যাচের সিংহভাগ সময়ই খেলা নিয়ন্ত্রণ করেছি। সত্যি বলতে ভারতীয় দল তো কাতারের থেকে অনেক বেশি ভাল সুযোগ তৈরি করেছিল। তবে ভারতীয় ফুটবলে পেনাল্টি বক্সের মধ্যে ভাল ফিনিশারের অভাব রয়েছে। প্রথমার্ধেই আমাদের তিনবার জালে বল জড়িয়ে দিয়ে ম্যাচ ওখানেই শেষ করে দেওয়া উচিত ছিল।’

স্তিমাচের মতে কাতারের ভাগ্য সহায় ছিল। ‘ভাগ্য আজ কাতারের সহায় ছিল, কারণ ওরা পিছিয়ে পড়েও এক আজব গোলে ম্য়াচে ফেরে। রিপ্লে দেখার পর এই বিষয়ে আমি নিশ্চিত যে গোটা বলটাই লাইনের বাইরে চলে গিয়েছিল, তা সত্ত্বেও গোল দেওয়া হয়। আজকের দিনে এমনটা হওয়ার উচিত নয়। গোটার ম্যাচের নকশাই তো ওই গোলের জন্য বদলে গেল। কাতার এর শিকার হলেও আমি কিন্তু একই কথা বলতাম। আমি অজুহাত দিচ্ছি না। কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণ স্রেফ এই এক ভুলের জেরে ২৩টা ছেলে যারা এক স্বপ্নপূরণের জন্য এত খাটছিল, তাদের সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল।’ বলেন ব্লু টাইগার্সের হেড কোচ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: লিগ শিল্ড জিতেও কোচ বদল, হাবাসের বদলে মোহনবাগানের নতুন কোচ হলেন তাঁরই স্বদেশীয়

আরও দেখুন