Indians health update in Kuwait Fire: কুয়েতে বিধ্বংসী আগুন, মৃত কমপক্ষে ৪১, আহত ৩০-র বেশি ভারতীয়, চালু হেল্পলাইন নম্বর

কুয়েতের বিধ্বংসী অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ করলেন ভারতের এস জয়শংকর। যে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। সংবাদমাধ্যম ওনমনোরমার প্রতিবেদন অনুযায়ী, সেই ঘটনায় কমপক্ষে পাঁচজন ভারতীয়ের মৃত্যু হয়েছে। তাঁরা প্রত্যেকেই কেরলের বাসিন্দা ছিলেন। একটি মহলের তরফে আবার দাবি করা হচ্ছে যে ৪০ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আপাতত সেরকম কিছু জানানো হয়নি। কুয়েতে ভারতের দূতাবাসের তরফে শুধুমাত্র জানানো হয়েছে, স্থানীয় আল-আদান হাসপাতালে ৩০ জনের বেশি ভারতীয় কর্মী ভরতি আছেন। আরও কয়েকজন আহত ভরতি আছেন অন্যান্য হাসপাতালে।

ভারতীয় দূতাবাসের তরফে আপাতত কী কী জানানো হয়েছে?

১) ভারতীয় দূতাবাস: মাগনাফের যে বাড়িতে আগুন লেগেছিল, সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করতে ঘটনাস্থলে যান কুয়েতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত আদর্শ সোয়াইকা। প্রয়োজনীয় পদক্ষেপ করা এবং জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য কাতারের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে লাগাতার যোগাযোগ বজায় রেখেছে ভারতীয় দূতাবাস।

২) ভারতীয় দূতাবাস: আল-আদান হাসপাতালে যান কুয়েতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। যে হাসপাতালে ৩০ জনের বেশি ভারতীয় ভরতি আছেন। কয়েকজনের সঙ্গে তিনি দেখা করেন। দূতাবাসের তরফে যে তাঁদের সবরকমের সহযোগিতা করা হবে, সে বিষয়ে আশ্বস্ত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রায় সকলেরই শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

৩) ভারতীয় দূতাবাসের তরফে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। নম্বর হল +965-65505246।

আরও পড়ুন: Abhishek taking break from TMC: অসুস্থতার জন্য তৃণমূল থেকে ‘সাময়িক বিরতি’ অভিষেকের, আশা রাখছেন মমতার সরকারের উপর

৪) ভারতীয় দূতাবাস: ফারওয়ানিয়া হাসপাতালে যান ভারতের রাষ্ট্রদূত। যেখানে ছ’জন শ্রমিক ভরতি আছেন। তাঁদের মধ্যে অধিকাংশ ভারতীয় বলে মনে করা হচ্ছে। তাঁদের মধ্যে ইতিমধ্যে চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একজনকে জাহরা হাসপাতালে ভরতি করা হয়েছে। ওয়ার্ডে ভরতি আছেন একজন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

৫) ভারতীয় দূতাবাস: আল-কবীর হাসপাতালে যান ভারতীয় রাষ্ট্রদূত। সেখানে ১১ জন ভরতি আছেন। আজই ১০ জনকে ছেড়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। অপরজনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

আরও পড়ুন: Stipend to girl students: একাদশে ১০০০০ টাকা, স্নাতকোত্তরে ৬০০০০! মেয়েদের অর্থ দেবে সরকার, কারা পাবেন?