MCA president Amol Kale mortal remains return Mumbai untimely death after IND vs PAK T20 World Cup 2024 match

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-পাকিস্তানের (IND vs PAK) মেগা দ্বৈরথের সাক্ষী থাকতে দেশ ছেড়েছিলেন। তবে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরল তাঁর শবদেহ। বুধবারই, ১২ জুন মুম্বই বাসভবনে অমল কালের (Amol Kale) দেহ নিয়ে আসা হল।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল ভারত-পাক ম্য়াচ দেখতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মাত্র ৪৭ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দেন তিনি। তাঁকে সম্মান জানাতে আজ তাঁর বাসভবনে ক্রিকেটপ্রেমী থেকে বিভিন্ন ক্ষেত্রে নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওনকুলে, দেবেন্দ্র ফাদনাভিসের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁকে শেষ সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন বলিউড মহাতারকা সলমন খান। সস্ত্রীক উপস্থিত ছিলেন মুম্বইকে এ মরশুমে অধিনায়ক হিসাবে রঞ্জি চ্যাম্পিয়ন করা ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানেও।

 

২০২২ সালে মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হন কালে। তিনি কপিল দেবের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য তথা জাতীয় দলের প্রাক্তন নির্বাচক ও কোচ সন্দীপ পাটিলকে হারিয়ে ক্ষমতায় আসেন। সেই নির্বাচন নিয়ে হইচই হয়েছিল কারণ, পাটিলের মতো নামী ক্রিকেটারকে ক্ষমতাচ্যুত করেছিলেন কালে। পরের মরশুম থেকে মুম্বইয়ের সিনিয়র ক্রিকেটারদের ১০০ শতাংশ বেতন বৃদ্ধির জন্য তাঁর বিরাট অবদান। এছাড়া লাল বলের ক্রিকেটে আগ্রহ বাড়াতে রাহানেদের ম্যাচ ফির ব্যবস্থাও করেন তিনি।

তাঁর মৃত্যুতে শোকাহত গোটা ক্রিকেট মহল। বিসিসিআই সচিব জয় শাহ দুঃখপ্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এমসিএ সভাপতি অমল কালের অকালপ্রয়াণে গভীরভাবে শোকাহত। মুম্বই ক্রিকেটের প্রতি ওঁর দায়বদ্ধতা দেখার মতো ছিল। এই কঠিন সময়ে ওর পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের জন্য আমার সমবেদনা রইল।’

এমসিএ-র তরফে জানানো হয়, ‘আমরা আমাদের সভাপতি, শ্রী অমল কালের প্রয়াণে শোকাহত। অ্যাপেক্স কমিটি, সকল সদস্য, স্টাফ সদস্য এবং আমাদের গোটা এমসিএ পরিবারের তরফে ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ওঁর কালজয়ী নেতৃত্ব এবং প্রচেষ্টা, চিরকালই আমাদের হৃদয়ে থাকবে।’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের মাঝে ফিট থাকা নিয়েই চিন্তায় রোহিতরা, করতে হচ্ছে বাড়তি খরচও! 

আরও দেখুন