Minor hit by pick up van: কামালগাজিতে নাবালিকাকে পিষে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল সবজির গাড়ি

নাবালিকাকে পিষে দিল সবজি ভর্তি পিক আপ ভ্যান। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরের কামালগাজীর কাছে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের ভর্তি রয়েছে নাবালিকা। জানা যাচ্ছে, আহত নাবালিকার নাম প্রিয়া প্রামাণিক (১৩)। টিউশন পড়ে রাতে মায়ের সঙ্গে বাড়ি ফেরার সময় সবজি বোঝায় ওই পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারে। শুধু তাই নয়, ধাক্কা মারার পর বেশ কিছুটা নাবালিকাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পিক আপ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা চালককে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

আরও পড়ুন: ভয়বাহ সড়ক দুর্ঘটনায় মৃত্য়ু ৯ বছরের মেয়ের, শোকে কাতর ব়্যাপারের পা বাদ গেল!

কী ঘটেছিল?

স্থানীয় সূত্রের খবর, প্রিয়া প্রামাণিক ঢালী পাড়ার বাসিন্দা। প্রতিদিনকার মতো টিউশন পড়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ সে সাইকেল করে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। প্রতক্ষ্যদর্শীরা জানান, সাহাপাড়া ক্রসিংয়ের কাছে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল ওই নাবালিকা। সেই সময় পিক আপ ভ্যানটি এসে তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারার পর প্রায় ১০০ মিটার দূর অবধি তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ঘাতক গাড়িটি। নাবালিকার সঙ্গে তার মা থাকলেও তিনি কোনওভাবে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। কিন্তু, স্থানীয়রা পিছু ধাওয়া করে গাড়িটিকে ধরে ফেলে। গাড়িতে আর আজ যারা ছিল তারা পালিয়ে যেতে সক্ষম হলেও চালক পালাতে পারেনি। স্থানীয়রা তাকে ধরে ফেলে মারধর করতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। পরে স্থানীয়রা পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ করেন। পুলিশের বিরুদ্ধেও তারা গাফিলতির অভিযোগ তোলেন। 

তাদের দাবি, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কিশোরী রাস্তার ধারেই ছিল। অথচ সিগন্যাল ভেঙে গাড়িটি তাকে ধাক্কা মারে। জানা যাচ্ছে, কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। স্থানীয়দের দাবি, নাবালিকা সুস্থ না হওয়া পর্যন্ত গাড়ি চালায় যাবে না। কিশোরীর মাও হাসপাতালে ভর্তি রয়েছেন।