Mohan Majhi’s PA Died: শপথ নেওয়ার আগেই মোহন মাঝির পিএ-কে পিষে দিল গাড়ি, শোরগোল ওড়িশায়

দেবব্রত মোহান্তি

শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগেই পথ দুর্ঘটনায় মারা গেলেন মোহন মাঝির ব্যক্তিগত সহকারি। 

ওড়িশার মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন মোহন চরণ মাঝি। আর তার আগেই তাঁর ব্যক্তিগত সহকারী চন্দন কুমার মহাপাত্র মঙ্গলবার পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরের নয়াপল্লি থানার অন্তর্গত সিরিপুর এলাকায়। 

পুলিশ জানিয়েছে, ৩১ বছরের মহাপাত্র মোটরসাইকেলে ছিলেন, সেই সময় একটি দ্রুতগামী গাড়ি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে, এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পথচারী তাঁকে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, দ্রুতগামী গাড়িটি আরও দুই মোটরসাইকেল আরোহী ও একটি গাড়িকে ধাক্কা দিলে তিনজন আহত হন।

বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল আধিকারিকদের মতে, মাঝি তাঁর পিএ-র মৃত্যুর খবর শুনে বুধবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকের আগে অনুষ্ঠানে যোগ দিতে শ্মশানে পৌঁছেছিলেন। 

এদিক মোহন মাঝি মুখ্য়মন্ত্রী হতে যাচ্ছেন এই খবরে বিজেপি শিবিরে খুশির হাওয়া। তার মধ্য়েই আচমকাই পিএর মৃত্যুকে ঘিরে স্বাভাবিকভাবেই কিছুটা সুর কেটেছে। 

মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নাম ঘোষণার পর ওড়িশার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন কেওনঝড়ের সাংসদ মোহন চরণ মাঝি।