Ration Scam: চিঠির হাতের লেখা কি জ্যোতিপ্রিয় মল্লিকেরই, ফরেন্সিক পরীক্ষা করাতে চায় ইডি

মেয়ে প্রিয়দর্শিনীর কাছ থেকে উদ্ধার হওয়া প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে লেখা চিঠির ফরেন্সিক তদন্ত করাতে চলেছে ইডি। এজন্য জ্যোতিপ্রিয়র হাতের লেখার নমুনা সংগ্রহের অনুরোধ জানিয়ে আদালতে আবেদন করেছে তদন্তকারী সংস্থাটি। SSKM হাসপাতালে থাকাকালীন জ্যোতিপ্রিয়র কেবিন থেকে বেরনোর সময় তাঁর মেয়ে প্রিয়দর্শিনীর কাছ থেকে একটি চিঠি উদ্ধার করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাতে কার কাছ থেকে কত টাকা নিতে হবে তা লেখা ছিল। সেই চিঠিতে ছিল শংকর আঢ্য ও শেখ শাহজাহানের নাম। সেই চিঠির ফরেন্সিক পরীক্ষা করাতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

আরও পড়ুন – দুর্নীতি করে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ছাড়তেই হবে: সুকান্ত

পড়তে থাকুন – মমতার ঔদ্ধত্যেই রাজ্যে থমকে বন্দর তৈরির কাজ: জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর

ইডি সূত্রে জানা গিয়েছে গত ১৯ ডিসেম্বর মেয়েকে চিঠি লেখার কথা স্বীকার করে নিয়েছিলেন ইডি। তবে পরে তিনি তা অস্বীকার করেন। ফলে চিঠি বালুরই লেখা কি না তা জানতে ফরেন্সিক পরীক্ষা করানো ছাড়া উপায় নেই বলে দাবি তদন্তকারীদের।

গত ১৫ ডিসেম্বর SSKM হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কামরা থেকে সিসিটিভি ক্যামেরা খুলে ফেলার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে জ্যোতিপ্রিয়র ঘরে কে ঢুকবে তা নির্ধারণ করার ক্ষমতা ইডির হাতে দেন বিচারপতি। এর ঠিক পরদিন সাত সকালে জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করতে SSKM হাসপাতালে পৌঁছে যান জ্যোতিপ্রিয়র কন্যা তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক। সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয়র দাদা দেবপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করে বেরনোর সময় দু’জনকে তল্লাশি করে কেন্দ্রীয় বাহিনী। তখনই প্রিয়দর্শিনীর কাছ থেকে হাতে লেখা একটি চিঠি উদ্ধার হয়। সেই চিঠিতে শংকর আঢ্য, শেখ শাহজাহান সহ কার কার কাছে রেশন দুর্নীতির কত টাকা রয়েছে তার জ্যোতিপ্রিয় নিজের হাতে লিখেছিলেন বলে দাবি ইডির।
আরও পড়ুন – অপহরণ, মারধর, হুমকিসহ একাধিক অভিযোগ, সোহমের বিরুদ্ধে আদালতে যাচ্ছে বিজেপি

রেশন দুর্নীতি কাণ্ডে গত দুর্গাপুজোর পর থেকে জেলবন্দি রয়েছেন জ্যোতিপ্রিয়। জেলবন্দি রয়েছেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য ও সন্দেশখালির তৃণমূলি মাফিয়া শেখ শহাজাহান। চিঠির হাতের লেখা মিলে গেলে তিন জনেরই বিপদ বাড়বে বলে মনে করা হচ্ছে।