Union Law Minister on UCC, one nation one vote: UCC, ‘এক দেশ, এক ভোট’ কার্যকর করবে BJP? বড় দাবি আইনমন্ত্রীর

আইন মন্ত্রকে দায়িত্ব নিয়েই অভিন্ন দেওয়ানি বিধি এবং ‘এক দেশ, এক ভোট’ নিয়ে বড় দাবি করলেন আইন প্রতিমন্ত্রী অর্জুন মেঘওয়াল। উল্লেখ্য, বিজেপির ইস্তেহারে এই দুই ইস্যুটিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে গত ২০১৪ এবং ২০১৯ সালের মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এই আবহে জোটসঙ্গীদের নিয়ে কি এই সব সংবেদনশীল বিষয়গুলিকে কার্যকর করবে? এই প্রশ্নের জবাবে অর্জুন মেঘওয়াল বলেন, ‘অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোট আমাদের সরকারের অ্যাজেন্ডায় অন্তর্ভুক্ত।’ অবশ্য এই ইস্যুগুলি কবে কার্যকর করা হতে পারে, তা নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। (আরও পড়ুন: বাংলার ৩ BJP সাংসদ যোগাযোগ রাখছে, বিস্ফোরক দাবি TMC সাংসদের)

আরও পড়ুন: আমূল বদলাবে কলকাতা পুরসভার পরিষেবা, নয়া ব্যবস্থা চালু হতে পারে শীঘ্রই 

আরও পড়ুন: কবে থেকে শুরু হবে ১৮তম সংসদের প্রথম অধিবেশন? পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে পারে কবে?

উল্লেখ্য, ২৭২-এর ম্যাজিক ফিগারের থেকে ৩২টি ধাপ পিছিয়ে রয়েছে বিজেপি। এই আবহে অন্ধ্রের টিডিপি এবং বিহারের জেডিইউ-র ওপর নির্ভরশীল বিজেপির সরকার। এদিকে টিডিপি এবং জেডিইউ-র ভোটব্যাঙ্কের একটা বড় অংশ মুসলিম। টিডিপি তো অন্ধ্রে মুসলিমদের জন্যে আলাদা সংরক্ষণেরও প্রতিশ্রুতি দিয়েছিল ইস্তেহারে। এই আবহে কেন্দ্রীয় স্তরে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার ক্ষেত্রে তারা বিজেপিকে কতটা সমর্থন করবে তা নিয়ে সন্দেহ আছে। এদিকে জেডিইউ নেতা কেসি ত্যাগী আবার দাবি করেছিলেন, অগ্নিবীর প্রকল্প নিয়ে বিজেপি ভেবে দেখলে জেডিইউ এক দেশ এক ভোট এবং অভিন্ন দেওয়ানি বিধির মতো ইস্যুতে বিজেপিকে সমর্থন করবে জেডিইউ। তবে বিহারে জেডিইউ-র ভোটব্যাঙ্কের একটা অংশ মুসলিম। (আরও পড়ুন: মমতার কাছে ‘বকা’ খেলেন পুলিশ অফিসার থেকে সচিবরা, অসন্তোষ এক মন্ত্রীকে নিয়েও)

আরও পড়ুন: জরিমানায় হবে না কাজ, কলকাতায় বেআইনি নির্মাণ রেগুলারাইজেশনের নিয়মে বদল

আরও পড়ুন: বদলে গেল বাংলায় রোড ট্যাক্সের বিধি, এবার থেকে দিতে হবে কত টাকা? জানুন বিশদ

এদিকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সংশয় থাকলেও ‘এক দেশ, এক ভোট’ নিয়ে জোটসঙ্গীদের সমস্যা থাকবে না বলেই মনে করা হচ্ছে। অন্ধ্রে বর্তমানে এমনিতেই লোকসভার সঙ্গেই বিধানসভা ভোট হচ্ছে। বিহারে লোকসভা ভোটের এক বছর পর বিধানসভা ভোট হয়। এই আবহে এক বছর এগিয়ে নিয়ে এসে লোকসভা ভোটের সাথে বিধানসভা নির্বাচন করানোর বিষয়ে জেডিইউ-র খুব একটা আপত্তি থাকবে না। এই আবহে ‘এক দেশ, এক ভোট’ নিয়ে মেঘওয়াল বলেন, ‘ইতিমধ্যেই এই সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে। আমরা তা খতিয়ে দেখব। এটা নিশ্চিত ভাবে আমাদের সরককারের অ্যাজেন্ডায় আছে।’ এদিকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এত কড়া সুর শোনা যায়নি মেঘওয়ালের গলায়। তবে এটা যে বিজেপির ইস্তেহারে ছিল, তা মনে করিয়ে দিয়ে ইঙ্গিত দিয়ে রেখেন মেঘওয়াল।