কাঠফাটা রোদে চোখের যত্ন নিচ্ছেন তো ? কী করবেন এই সময়

গরমের জেরে রীতিমতো হাঁসফাঁস অবস্থা। এই অবস্থায় শরীরের বিভিন্ন অঙ্গের উপরেই প্রভাব পড়ে। একই সঙ্গে প্রভাব পড়তে পারে চোখের উপরেও। শুধু অতিরিক্ত গরম নয়, চোখের সমস্যার পিছনে আরও বেশ কিছু কারণ রয়েছে। আর সেই মাফিক চোখকে (Eye Care) সুরক্ষিত রাখাও জরুরি।

গরমে চোখের সমস্যার কারণ

  • অতিরিক্ত তাপমাত্রা চোখের ক্ষতি করে।
  • দীর্ঘক্ষণ রোদে থাকলে চোখের সমস্যা বাড়ে।
  • রোদের অতিবেগুনি রশ্মি অর্থাৎ ইউভিএ ও ইউভিবি রশ্মি চোখের নানা সমস্যার বড় কারণ।
  • দৃষ্টিশক্তি দুর্বল করে দিতে পারে অত্যাধিক তাপমাত্রা।

গরমে চোখের যত্ন নেওয়ার সেরা উপায় (Tips To Protect Eye)

১. ইউভি রে প্রোটেক্টেড সানগ্লাস – শুধু সানগ্লাস পরলে হবে না। ইউভি রে প্রোটেক্টেড সানগ্লাস পরতে হবে রোদের মধ্যে। এই বিশেষ ধরনের সানগ্লাস অতিবেগুনি রশ্মিকে কাঁচ ভেদ করে চোখ পর্যন্ত পৌঁছতে দেয় না। ফলে চোখ রোদের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকে। 

২. টুপি বা হ্যাট – টুপি বা হ্যাটের বর্ধিত অংশ কপাল  ও চোখকে ঢেকে রাখে, যারা টুপি পরতে অভ্যস্ত তাদের এটি পরে ফেলা ভাল।

৩. আই ড্রপ – রোদের মধ্যে দীর্ঘক্ষণ থাকার কারণে চোখের জল শুকিয়ে যেতে পারে। চোখে জ্বালা দিতে পারে এমনকি চোখে ব্যথা হতে পারে। এই সমস্যা এড়াতে আই ড্রপ ব্যবহার করুন। এই আই ড্রপ কোনও ওষুধ নয়, বিজ্ঞান মেনে তৈরি কৃত্রিম চোখের জল। যা চোখ আর্দ্র রাখে। চোখের সমস্যা হতে দেয় না অতিরিক্ত রোদের মধ্যে।

৪. ডায়েটের বদল – ডায়েটের বদল আনা এই গরমে ভীষণ জরুরি। হার্ট, পেট, লিভার ও কিডনির পাশাপাশি সঠিক ডায়েট আমাদের চোখেরও যত্ন নেয়। স্বাস্থ্যকর ডায়েট বলতে এর মধ্যে বেশিরভাগ জরুরি ভিটামিন, প্রোটিন, ফাইবার ও জরুরি খনিজ পদার্থ থাকবে। ডায়েটে যেন অবশ্যই ভিটামিন এ ও সি সমৃদ্ধ খাবারও থাকে।

৫. পর্যাপ্ত পরিমাণে জল – পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে রোজ। কারণ শরীরে জল কমে গেলে চোখের জলও কমে যাবে। চোখের জল চোখের মণিকে আর্দ্র রাখে। পাশাপাশি বাইরের ধুলোবালি থেকে চোখকে রক্ষা করে। তাই চোখ সুরক্ষিত রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া জরুরি।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন – 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন