তানজিদের বিদায়

তানজিদ হাসান তামিমের বড় শট এবার আর বাউন্ডারি পার হলো না। নেদারল্যান্ডস ফিল্ডারের হাতে ধরা পড়লেন বাংলাদেশের ওপেনার। ৮.৩ ওভারে ৭১ রানে তৃতীয় উইকেট হারালো বাংলাদেশ।

তানজিদ-সাকিব ঝড়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের ৫৪ রান

তৃতীয় ওভারে তানজিদ হাসান তামিম এক ছয় ও দুই চারে ভিভিয়ান কিংমার কাছ থেকে ১৮ রান তুলে নেন। আর পাওয়ার প্লের শেষ ওভারে চারটি চারে ১৯ রান তোলেন সাকিব আল হাসান। প্রথম ছয় ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৪। প্রথম সাত বলে ৭ রান করা সাকিব এই সময়ে ১৩ বলে ৫ চারে ২৫ রান করে অপরাজিত। তানজিদ ১৮ বলে ৩ চার ও ১ ছয়ে ২৩ রানে খেলছিলেন। আরিয়ান দত্তের টানা দুই ওভারে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের বিদায়ের ক্ষত পুষিয়ে দিয়েছেন তারা।

সাইব্র্যান্ডের অবিশ্বাস্য ক্যাচে প্যাভিলিয়নে লিটন

অসাধারণ ক্যাচ নিলেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। মাত্র ২ বলে ১ রান করে বিদায় নিলেন লিটন দাস। বাংলাদেশি ব্যাটারের সুইপ শটে বল উড়ে যায় স্কয়ার লেগ অঞ্চলে, স্কয়ারের পেছনে ছিলেন সাইব্র্যান্ড। দৌড়ে এসে নিজেকে শূন্যে ভাসিয়ে দিলেন সামনের দিকে। মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে থাকতে বল লুফে নিলেন। আরিয়ান দত্ত টানা দুই ওভারে দুই উইকেট পেলেন। ৩.১ ওভারে ২৩ রানে দুই উইকেট নেই বাংলাদেশের।

আগের ওভারে তানজিদ হাসান তামিম দুই চার ও এক ছক্কায় ১৮ রান যোগ করেন স্কোরবোর্ডে।

তিন বল খেলে আউট শান্ত

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ওভারে মাত্র ৩ রান তোলে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলে নিজের রানের খাতা খোলেন নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে আর দুই বল খেললেন, রান যোগ হলো না একটিও। ৩ বল খেলে ১ রান করে বিদায় নিলেন বাংলাদেশ অধিনায়ক্। রিভার্স সুইপ করে ফার্স্ট স্লিপে বিক্রমজিৎ সিংকে ক্যাচ দেন শান্ত। প্রথম দুই ম্যাচে ৭ ও ১৪ রান করেন তিনি। ১.২ ওভারে ৩ রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ।

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নির্ধারিত সময়ের আধঘণ্টা পর হলো টস। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশকে আগে ব্যাটিং করতে হচ্ছে।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘আমাদের প্রথমে ব্যাটিং করতে সমস্যা নেই। এটা ভালো উইকেট, কিন্তু নতুন বলের বিপক্ষে আমাদের সতর্ক থাকতে হবে।’

বাংলাদেশ তাদের আগের একাদশ নিয়েই মাঠে নামছে। নেদারল্যান্ডসে পরিবর্তন একটি।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান। 

নেদারল্যান্ডস: মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), বাস ডি লিড, লোগান ফন বিক, টিম প্রিঙ্গল, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, ভিভিয়ান কিংমা।

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: বৃষ্টিতে টস হতে বিলম্ব

শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু হয়েছিল বাংলাদেশের। তারপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশা জাগিয়েও হারতে হয়েছে। তবে টিকে আছে সুপার এইটের সম্ভাবনা। এজন্য আপাতত হারাতে হবে নেদারল্যান্ডসকে। তাহলেই পরের পর্বে ওঠার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। বৃষ্টির কারণে বৃহস্পতিবার নির্ধারিত সময়ে টস শুরু হয়নি, পিচ ঢেকে রাখা হয়েছে কাভার দিয়ে।

দুই দল দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় ও হার দেখেছে। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ডাচরা হারিয়েছিল বাংলাদেশকে। তবে টি-টোয়েন্টিতে হেড টু হেডে ৩-১ এ এগিয়ে লাল সবুজ জার্সিধারীরা।

সুপার এইট মিশনে এবার বাংলাদেশের সামনে নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র পর্বে দুই ম্যাচ খেলার পর বাংলাদেশ দল এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। টুর্নামেন্টে বাংলাদেশ কতদূর যাবে তা বলা যাচ্ছে না এখনই। তবে পরের সবগুলো ম্যাচই বাংলাদেশকে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজে। এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও সুপার এইটে যাওয়ার সম্ভাবনা এখনও টিকে আছে বাংলাদেশের। বৃহস্পতিবার ডাচদের হারাতে পারলেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার এইট পর্ব। বৃহস্পতিবারের ম্যাচটি রাত সাড়ে ৮টায় সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।