Bengal Pro T20 Sobisco Smashers Malda and Lux Shyam Kolkata Tigers win womens team matches at Salt Lake

কলকাতা: বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্টে মহিলাদের বিভাগে বৃহস্পতিবার জিতল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স (Lux Shyam Kolkata Tigers)। হাড্ডাহাড্ডি ম্যাচে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সকে (Adamas Howrah Warriors) ৩ রানে হারাল তারা। 

সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল হাওড়া ওয়ারিয়র্স। কলকাতা টাইগার্সকে ২০ ওভারে ১২৫ রানে আটকে রাখে তারা। ঝকঝকে হাফসেঞ্চুরি করেন কলকাতা টাইগার্সের অধিনায়ক মিতা পাল। ৪৯ বলে ৫৭ রান করেন তিনি। সহ অধিনায়ক মমতা কিস্কুও হাফসেঞ্চুরি করেন। ৫৩ রান করেন মমতা। দুজনে মিলে কলকাতা টাইগার্সের ইনিংসকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। হাওড়া ওয়ারিয়র্সের হয়ে ২ উইকেট নেন সুস্মিতা গঙ্গোপাধ্যায়। দিয়া নন্দী নেন এক উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে নাটকীয় পরিস্থিতিতে হাওড়া ওয়ারিয়র্স ১২২/৯ স্কোরে আটকে যায়। মাত্র ৩ রানে ম্যাচে হার মানতে হয় তাদের। পূজা বসাক ২৮ ও প্রতিভা মান্ডি ২৪ রান করেন। কলকাতা টাইগার্সের হয়ে ৩টি করে উইকেট নেন অনন্যা হালদার ও অরিক্তা মান্না। কলকাতা টাইগার্সের অধিনায়ক মমতা কিস্কু ম্যাচের সেরা হয়েছেন।                   

মেদিনীপুরকে হারাল মালদা

বেঙ্গল প্রো টি-২০ লিগে বৃহস্পতিবার মহিলাদের দ্বিতীয় ম্যাচে রশ্মি মেদিনীপুর উইজার্ডসকে (Rashmi Medinipur Wizards) হারাল সোবিস্কো স্ম্যাশার্স মালদা (Sobisco Smashers Malda)। টস জিতে রশ্মি মেদিনীপুর উইজার্ডস প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ১১১/৭ স্কোরে আটকে যায় তারা। অঙ্কিতা বর্মন ৩৬ রান করেন। ২৭ রান কাশিস আগরওয়ালের। সোবিস্কো স্ম্যাশার্স মালদার হয়ে ৩ উইকেট শ্রেয়া কাঁড়ারের। ১ উইকেট নেন পিয়ালি ঘোষ। জবাবে ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে সোবিস্কো স্ম্যাশার্স মালদা লক্ষ্যপূরণ করে। পিয়ালি ৩৯ বলে ৪০ রান করেন। প্রিয়ঙ্কা গোলদার করেন ২০ রান। ম্যাচের সেরা হয়েছেন পিয়ালিই।

 


আরও পড়ুন: ফের গ্রুপ থেকে বিদায়? কোন অঙ্কে সুপার এইটের দরজা খুলতে পারে পাকিস্তানের?

আরও দেখুন