North Bengal Extremely Heavy Rain: অতিভারী বৃষ্টিতে ভেসে গেল তিস্তা বাজার, ফুঁসে ওঠা নদীর রণমূর্তিতে বন্ধ রাস্তা

সিকিম ও উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির জেরে ভেসে গিয়েছে তিস্তা বাজার। ফুঁসে ওঠা নদীর রণমূর্তির জেরে দার্জিলিং থেকে কালেবুং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় জল বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে। এর জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। উল্লেখ্য, এবছর উত্তরবঙ্গে বর্ষা নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছিল। বৃষ্টির জেরে একাধিক এলাকায় হিমালয় পাহাড় থেকে ধস নেমেছে। এদিকে ফুঁসে ওঠা তিস্তা নদীর জেরে যে সব রাস্তা খারাপ হয়ে গিয়েছে, সেগুলি মেরামতের জন্য প্রশাসন উঠে পড়ে লেগেছে। তবে অতিভারী বৃষ্টি জারি থাকায় সেই কাজ করাও কঠিন হয়ে পড়ছে। (আরও পড়ুন: পুজোর ছুটিতে ঘুরতে যাবেন? টিকিট কাটার ক্ষেত্রে মিলবে বড় সুবিধা, ঘোষণা রেলের)

আরও পড়ুন: উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বর্ষণের পূর্বাভাস, তবে কলকাতায় কবে হবে বৃষ্টি?

আরও পড়ুন: রবিবার বিশেষ মেট্রো চলবে কলকাতা নর্থ-সাউথ লাইনে, একনজরে দেখুন সময়সূচি

এদিকে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে অতিভারী বৃষ্টি (৭০ থেকে ২০০ মিলিমিটার) হতে পারে। এর জেরে এই দুই পার্বত্য জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে অতিভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এর জন্যে লাল সতর্কতা জারি করা হয়েছে এই দুই জেলায়। এদিকে ১৪ জুন, ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। এর জেরে দুই পার্বত্য জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবারের জন্য। এদিকে শুক্রবার অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই তিন জেলায় জারি থাকবে কমলা সতর্কতা। (আরও পড়ুন: ১৮ শতাংশ ডিএ-র ‘ভাঁওতা’ ধরলেন অবসরপ্রাপ্ত তৃণমূলী সরকারি কর্মী, করলেন বড় দাবি)

আরও পড়ুন: ডিএ বাড়িয়ে ‘পুরস্কার’, তাও সরকারি কর্মীদের ওপর বিশ্বাস নেই মমতার, কী করল নবান্ন

আরও পড়ুন: দিতে হবে ২৮ লাখ, সঙ্গে ৯ বছরের জন্য ৮% সুদ, বড় রায় বাংলার সরকারি কর্মীর পক্ষে

এরপর ১৫ জুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বৃষ্টি জারি থাকতে পারে। এর জেরে সেই তিন জেলায় জারি থাকবে কমলা সতর্কতা। সঙ্গে কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে সেদিন। এর জেরে কালিম্পঙে জারি থাকবে হলুদ সতর্কতা। এরপর ১৬ এবং ১৭ জুন আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বৃষ্টি জারি থাকতে পারে। এর জেরে কমলা সতর্কতা জারি থাকবে এই দুই জেলায়। আর এই দু’দিন জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকতে পারে। আগামী ৩ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরঙ্গের জেলাগুতে আগামী ২০ তারিখ পর্যন্ত বৃষ্টি জারি থাকবে বলে আপাতত জানানো হয়েছে।