Sourav Ganguly Favorite detective character Feluda Koel Mallick Entertainment News Update Tollywood

কলকাতা: তিনি সত্যিই আদ্যোন্ত বাঙালি। খাবারের পছন্দ থেকে শুরু করে পোশাক, সবকিছুতেই যেন বাঙালিয়ানার ছোঁয়া। দুর্গাপুজোর ঢাক, বাড়ির খাবার সবসময়েই যেন তাঁর কাছে নস্ট্যালজিয়া। আর তাই, গোটা বিশ্বের ভালবাসার হয়েও, তিনি ভীষণভাবে কলকাতার। এক্কেবারে ঘরের ছেলে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু তাঁর পছন্দের গোয়েন্দা চরিত্র কে? কখনও অভিনয়ের সুযোগ পেলে, কোন চরিত্রে অভিনয় করতে চাইবেন সৌরভ? ‘দাদাগিরি’-র মঞ্চে একবার কোয়েল মল্লিককে (Koel Mallikc) সেই কথা জানিয়েছিলেন সৌরভ। 

‘দাদাগিরি’-র মঞ্চ থেকে তৈরি হয় কত নতুন সব গল্প। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুরনো একটি ভিডিও। একটি ছবির প্রচার করতে, ‘দাদাগিরি’-র মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন কোয়েল মল্লিক। সেখানেই তিনি ‘দাদা’ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করে বসেন, তাঁর প্রিয় গোয়েন্দা চরিত্র কী? বিন্দুমাত্র ভাবনাচিন্তা না করে, খাঁটি বাঙালির মতোই একবাক্যে উত্তর আসে, ফেলুদা। সেই সঙ্গে সৌরভ এও জানান, কখনও সুযোগ পেলে তিনি ফেলুদার চরিত্রেই অভিনয় করতে চাইবেন। 

এখানেই শেষ নয়, কোয়েল প্রশ্ন করেন, ফেলুদা হয়ে কোন রহস্য সমাধান করতে চান সৌরভ? এখানে ফের জিতে যায় সৌরভের বুদ্ধিমত্তা। কিছুটা মজার মোড়কেই সৌরভ বলেন, ‘আমি জানতে চাই ম্যাডামের (ডোনা গঙ্গোপাধ্যায়) এত শাড়ি কোথায় যায়? যখনই কোথাও বেরতে হয়, বলেন আমার শাড়ি নেই। অথচ এত শপিং হচ্ছে….’ সৌরভের এই মজার উত্তর শুনে মঞ্চে হাসির রোল। এভাবেই, বারে বারে নিজের সাবলীল সঞ্চালনায় মনজয় করে নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

চলতি সিজনেও ‘দাদাগিরি’-র মঞ্চে তৈরি হয়েছিল এমনই সব নতুন নতুন গল্প। যেমন ‘দাদাগিরি’-র মঞ্চে এসে নৃত্য প্রদর্শন করে তাক লাগিয়ে দিয়েছিলেন দ্বৈপায়ন ও পায়েলের জুটি। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তাঁরা। এই জুটির যোগাযোগের সূত্রও নাচ। ‘দাদা’-ও মুগ্ধ হয়েছেন তাঁদের নাচ দেখে। শুধু তাই নয়,  দাদাগিরির মঞ্চে এসে, দুর্গাপুরের মেয়ে ‘ডেড লিফট’ করে একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন। আবার যখন দাদাগিরির মঞ্চে ছোটরা আসে, তাদের সঙ্গেও মজার কথোপকথনে মাতেন দাদা।

আরও পড়ুন: Sunny Leone: সানি লিওনিকে অনুষ্ঠানের অনুমতি দিল না এই বিশ্ববিদ্যালয়, কেন ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন