Ram Mohan Naidu on Airfare: উদ্দেশ্য টিকিটের দাম কমানোর- বলছেন নয়া বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু, হবে রিভিউ মিটিং

দেশে বিমানের ভাড়ার ঊর্ধগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নবনিযুক্ত বিমান পরিবহন মন্ত্রী রামমোহন রেড্ডি। অন্ধ্রপ্রদেশের এই টিডিপি সাংসদ সদ্যই মোদী ৩.০ মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিয়েছেন। এরপর চলতি সপ্তাহেই বণ্টন হয়েছে মন্ত্রিসভার দায়িত্ব। নবনিযুক্ত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বৃহস্পতিবার বলেছেন, তাঁর সামনে আপাতত উদ্দেশ্য সাধারণ মানুষের সাধ্যের মধ্যে বিমান পরিবহনকে আনা। 

রামমোহন নাইডু বলছেন, সরকারের সামনে আপাতত লক্ষ্য হল বিমান সফরকে প্রত্যেকের সাধ্যের মধ্যে আনা। তিনি বলছেন, একমাত্র বিমানের টিকিটকে সাশ্রয়ী করে তুলেই এটি করা সম্ভব। নবনিযুক্ত কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী বলছেন, ‘আমি যবে থেকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হিসাবে ঘোষিত হয়েছি, তবে থেকেই আমি যেখানেই যাই মানুষ আমাকে দামের (বিমানের টিকিটের) কথা উল্লেখ করেন, যা গত কয়েক বছরে বেড়েছে, বিশেষত কোভিডের পর তা বেড়েছে।’ এই পরিস্থিতি কাটিয়ে তুলতে আপাতত সচেষ্ট কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলছেন, ‘আমাকে ইস্যুটা বিস্তারিতভাবে বুঝতে হবে। আমি সংশ্লিষ্ট মহলের সঙ্গে বৈঠকে বসতে চলেছি।’ উল্লেখ্য, মোদী ৩.০ মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ সদস্য অন্ধ্রপ্রদেশের টিডিপির এই মন্ত্রী রামমোহন নাইডু। ৩৬ বছর বয়সী তিনি দায়িত্বভার নিয়েছেন দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের। যে মন্ত্রক আগে ছিল মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার আওতায়। প্রসঙ্গত, গত কয়েক মাসে বিমান ঘিরে একাধিক কাণ্ড হয়েছে। অভিযোগ ছিল, এয়ার ইন্ডিয়া বিমানের অন্দরে মহিলা যাত্রীর গায়ে সহযাত্রী পুরুষের প্রস্রাবের। যা নিয়ে দেশ তোলপাড় হয়েছে। এছাড়াও বিমানের দেরিতে ছাড়া নিয়ে মুম্বই বিমানবন্দরের টারম্যাকে যাত্রীদের বসে থাকার দৃশ্য নিয়েও তোলপাড় হয়েছে দেশ। এরই সঙ্গে হু হু করে বাড়ছে বিমানের ভাড়া। 

(Bulldozer in Tollplaza: টোলপ্লাজায় টাকা চাওয়ার বুলডোজার নিয়ে তাণ্ডব-ভাঙচুর চালকের! এরপর যোগীর পুলিশ নামল অ্যাকশনে )

রামমোহন নাইডু বলছেন,’আমি রিভউ মিটিং করতে চলেছি। অবশ্যই আমার উদ্দেশ্য হবে টিকিটের দাম কমানোর, কারণ এটাই সাধারণ মানুষের জন্য আমার চ্যালেঞ্জ। যতক্ষণ না এটা সাশ্রয়ী (সস্তা) হচ্ছে, ততক্ষণ এটা সম্ভব নয়।’ উল্লেখ্য, চাহিদা-যোগানের অসামঞ্জস্যের কবলে পড়ে বিমানের টিকিটের ভাড়া একটি গুরুতর পরিস্থিতির দিকে যাচ্ছে। কোভিডের পর থেকে দেখা গিয়েছে, বিমানের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি হয়েছে। গত মে মাস থেকে গো এয়ারের বিমান চলাচল বন্ধ। ৮০ টি ইন্ডিগো বিমান ‘প্র্যান্ট অ্যান্ড হুইটনি’  ইঞ্জিন ইস্যুতে জর্জরিত। আর্থিক কারণে স্পাইসজেটের বিমান সংখ্যা কমেছে। এই পরিস্থিতিতে নয়া কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কোনপথে হাঁটেন সেদিকে তাকিয়ে দেশ।