‘‌আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে’‌, দিলীপকে কড়া ভাষায় নিশানা করলেন দিন্দা

লোকসভা নির্বাচন মিটে গিয়েছে। যার ফলাফল এখন দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস ২৯, বিজেপি ১২ এবং কংগ্রেস ১। কিন্তু এই আবহে বিজেপিকে চরম অস্বস্তিতে ফেলেছেন দিলীপ ঘোষ। যিনি বর্ধমান–দু্র্গাপুরের প্রার্থী ছিলেন। পরাস্ত হন বিখ্যাত প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় কীর্তি আজাদের কাছে। কিন্তু এই পরাজয়ের নেপথ্যে আছে কাঠিবাজি এবং ষড়যন্ত্র বলে তাঁর দাবি। এবার এই গোটা বিষয়টি নিয়ে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে কড়া সমালোচনায় বিঁধলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। এমনকী দিলীপ ঘোষের অভিযোগের প্রমাণ চান অশোক দিন্দা। সুতরাং সবমিলিয়ে রাজ্য–রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে।

এদিকে দিলীপ ঘোষ আজ, শুক্রবার বিধানসভায় আসেন। সেখানে দলের বিধায়কদের সঙ্গে দেখা করেন। তারপর রাজ্য পার্টি অফিসে যান। সেখানে গিয়ে নেতা–কর্মীদের সঙ্গে কথা বলেন। এই আবহে দিলীপ ঘোষকে নিশানা করলেন অশোক দিন্দা। নির্বাচনে পরাজয়ের পর ‘‌কাঠিবাজি’‌ মন্তব্যে দিলীপ ঘোষকে নিশানা করে বিজেপি বিধায়ক বলেন, ‘‌কে কাঠিবাজি করেছে প্রমাণ দিন। হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না। রাজ্য সভাপতি ছিলেন, বর্ধমানের সংগঠন তো হাতের তালুর মতো চেনা।’‌ অশোক দিন্দার এই আক্রমণ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই নিয়ে দিলীপ ঘোষ কিছু বলেননি।

আরও পড়ুন:‌ বৃদ্ধার সঙ্গে গল্প করল ডাকাতরা, তারপর চলল অবাধে ডাকাতি, ব্যান্ডেল জুড়ে আলোড়ন

অন্যদিকে অশোক দিন্দা সিপিএম থেকে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। এমনকী বিরোধী দলনেতার খুব কাছের বিধায়ক এই অশোক দিন্দা। পূর্ব মেদিনীপুরে তা সকলেরই জানা। সেখানে অশোকের এমন আক্রমণের নেপথ্যে অন্য ছায়া দেখতে পাচ্ছেন অনেকে। তবে অশোক দিন্দার বক্তব্য, ‘‌হেরে গিয়ে হাওয়া গরম করা কথাবার্তা বলার কোনও মানে হয় না। হেরে যাওয়ার পর অনেকেই অনেক কিছু বলেন। তাতে আমি কিছু মনে করি না। জো জিতা ওহি সিকান্দার। কে কীভাবে জিতল, কে কেন জিতল না, কে কাঠি করল ওসব কথাবার্তার কোনও মূল্য নেই। পাবলিককে গরম করে কোনও লাভ নেই। আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে। এটা মেনেই আগামী দিনে সংগঠনের দিকে মন দিতে হবে।’‌

সম্প্রতি শুভেন্দু অধিকারীও নাম না করে দিলীপ ঘোষকে আক্রমণ করেছিলেন। এখন অবশ্য দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি আর কোনও কথা বলবেন না সংবাদমাধ্যমের সামনে। নয়াদিল্লি থেকে ফিরে এই কথাই জানিয়েছেন দিলীপ। কিন্তু আগে যা বলেছেন তা কেউ ভোলেননি। আগামীকাল শনিবার লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বৈঠক আছে। সেখানে মুখোমুখি হবেন দিলীপ–শুভেন্দু। এই বৈঠকের আগে অশোক দিন্দার নিশানা বেশ তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, ‘‌আমি ময়না থেকে জিতেছিলাম। এখন যদি আমাকে দল বলে, কঠিন আসন থেকে জিতে আসতে হবে, আমি সেটা মানব। আপনি বলতেই পারতেন, যে ওখানে আমি দাঁড়াব না। হেরে গিয়ে আর কথা বলে লাভ নেই।’‌