ফুটপাতের শরবত খেয়ে ৪ পরিবহন শ্রমিক অজ্ঞান

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রী নামিয়ে গাড়ির যান্ত্রিক ত্রুটি সাড়ানোর সময় ফুটপাতের ঠান্ডা শরবত খেয়ে নেত্রকোনা পরিবহনের চালকসহ চার পরিবহন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন।

পরে গাড়ির চাকা মেরামতকারী মহসিন নামে এক শ্রমিকের নজরে পড়লে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

শনিবার (১৫ জুন) রাতে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন- চালক শাহিন (৩৮) হেলপার রফিক (৩০) ও রবিন ( ২৮) এবং সুপারভাইজার আবু সাঈদ (২৫)। 

হাসপাতালে নিয়ে আসা মহসিন বলেন, চালক শাহিন সামান্য পান করেছিলেন। তাই তাকে ছাড়া বাকিদের পাকস্থলী পরিষ্কার করা হয়। তিনি বলেন, তাদের কাছ থেকে কোনও টাকা-পয়সা খোয়া যায়নি। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, চার জন অজ্ঞান হওয়ায় মধ্যে তিন জনকে ভর্তি করানো হয়েছে।