শর্তসাপেক্ষ জামিনে জেলমুক্তি শাহজাহান অনুগামীর, একাধিক শর্ত দিল বসিরহাট আদালত

সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহান ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জিকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দিল নিম্ন আদালত। এই প্রথম জেলমুক্তি হচ্ছে সন্দেশখালি কাণ্ডে কোনও অভিযুক্তের। পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মিললেও একগুচ্ছ শর্ত বেঁধে দিয়েছে বসিরহাট আদালত। বসিরহাট আদালতের শর্ত, সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবেন না ফারুক আকুঞ্জি। সপ্তাহে দু’দিন সিবিআইয়ের দফতরে গিয়ে হাজিরা দিতে হবে। এমনকী তাঁর থাকার ঠিকানাও সিবিআইকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে ইডির উপর হামলা করার ঘটনায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। আজ জামিন পেলেন শাহজাহান শেখের অনুগামী বলে পরিচিত ফারুক আকঞ্জি। একাধিক শর্তে তাঁকে আজ, শনিবার জামিন দিয়েছে বসিরহাট আদালত। লোকসভা নির্বাচনের মরশুমে এই সন্দেশখালিই বিরোধীদের প্রধান ইস্যু হয়ে ওঠে। যদিও বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি ঘুরে যায় স্টিং অপারশনের দুটি ভিডিয়ো এবং একটি অডিয়ো ফাঁস হয়ে যাওয়ার পর। যদিও সেগুলি যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। তবে ইডির উপর মারমুখী আক্রমণ আলোড়ন ফেলে দিয়েছিল রাজ্য–রাজনীতিতে।

আরও পড়ুন:‌ রবিবার রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

অন্যদিকে গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডির অফিসাররা। তখন তাঁদের বেধড়ক মারধর করার জেরে আক্রান্ত হন ইডির অফিসাররা। একদল উন্মত্ত জনতা তেড়ে এসে ব্যাপক হামলা চালায় তাঁদের উপর। কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা জখম হন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পালাতে থাকেন। মাথা ফাটে ইডির অফিসারদের। এই হামলার ঘটনায় ইডির অভিযোগের ভিত্তিতে ন্যাজাট থানায় মামলা দায়ের হয়েছিল। পুলিশও একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

এছাড়া আগামীকাল রবিবার কেন্দ্রীয় প্রতিনিধিদল আসছে রাজ্যে। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে। তাঁদের সন্দেশখালি যাওয়ার কথা রয়েছে। এই আবহে ফারুক আকঞ্জির জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। ৭ জুন সিবিআই সন্দেশখালি কাণ্ডের চার্জশিট জমা দেয় বসিরহাট আদালতে। চার্জশিটে শাহজাহান ছাড়াও শেখ আলমগির, দিদার বক্স মোল্লা, জিয়াউদ্দিন মোল্লা, সিরাজউদ্দিন, সিরাজুল এবং ফারুকের নাম ছিল। আজ, শনিবার ফারুকের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন করতেই বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। দু’পক্ষের সওয়াল জবাব শুনে পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ফারুকের জামিন দেন বিচারক।