Bagda: বাগদায় BJPর প্রার্থী হচ্ছেন শান্তনু ঠাকুরের স্ত্রী, শুনেই সাংবাদিক বৈঠক ডেকে বিদ্রোহ ঘোষণা করলেন কর্মীদের একাংশ

লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই রাজ্যে বাজছে বিধানসভা উপনির্বাচনের বাজনা। আর তারই মধ্যে ৪ আসনের জন্য তড়িঘড়ি প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল ও বামেরা। তবে এখনও প্রার্থীতালিকা ঘোষণা করেনি বিজেপি। এরই মধ্যে উপনির্বাচন হতে চলা বাগদায় ক্ষোভ বাসা বেঁধেছে বিজেপি কর্মীদের মধ্যে। সেখানকার বিজেপি কর্মীদের দাবি, ‘কোনও ভাবেই বহিরাগত প্রার্থীকে মেনে নেবেন না তাঁরা।’

আরও পড়ুন – তিলক কেটে আসতে বারণ ছাত্রীকে, তীব্র বিক্ষোভের মুখে সুর নরম মুর্শিদাবাদের স্কুলের

পড়তে থাকুন – বিধানসভার অফিসের কম্পিউটারে চলছে গেম, দিলীপ ঘোষের ‘অভিযান’এ ধরা পড়ল হাতে নাতে

বাগদা থেকে এবার মতুয়া সম্প্রদায়ের কাউকে প্রার্থী করতে হবে বলে দাবি তুলেছিলেন সেখানকার তৃণমূল প্রার্থীরা। দলের প্রার্থীতালিকা প্রকাশিত হলে দেখা যায় ঠাকুরনগর ঠাকুরবাড়ির সদস্য তথা সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। এর পরই গুঞ্জন ছড়ায় ওই কেন্দ্রে ঠাকুরনগর ঠাকুরবাড়ির আরেক সদস্যকে ময়দানে নামাতে চলেছে বিজেপি। মধুপর্ণার বিপরীতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে প্রার্থী করতে চলবেছে তারা। এর পরই বাগদায় বিজেপির একাংশে ক্ষোভ তৈরি হয়েছে। 

শনিবার কয়েকজন বিজেপি নেতা – কর্মী সাংবাদিক বৈঠক করে প্রশ্ন করেন, ‘বাগদায় কি দলে প্রার্থী করার মতো যোগ্য কেউ নেই? নইলে কেন বারবার বহিরাগত ব্যক্তিকে এই আসনে প্রার্থী করে বিজেপি? এর আগে আমাদের ওপর বিশ্বজিৎ দাসকে চাপিয়ে দেওয়া হয়েছিল। তাঁকে অনেক খেটে খুটে জিতিয়েছিলাম। তিনি তেরাত্তির পেরোতে না পেরোতে তৃণমূলে যোগদান করেন। এবার আবার সোমা ঠাকুরের নাম শুনতে পাচ্ছি। শান্তনু ঠাকুর নিজে মন্ত্রী হয়েছেন। ভাইকে বিধায়ক করেছেন। এবার স্ত্রীকেও বিধানসভায় পাঠানোর পরিকল্পনা করছেন তিনি। ঠাকুরবাড়ির নাম ভাঙিয়ে আর কতজনকে নেতা – মন্ত্রী করা হবে?’

আরও পড়ুন – প্রভাবশালী বিধায়ককে দামি গাড়ি উপহার দিয়েছিল শাহজাহান, আদালতে জানাল ED

দলীয় কর্মীদের অসন্তোষের কথা মেনে নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে। কিন্তু আমরা সবাই ভারতীয় জনতা পার্টি ও মোদীজির সৈনিক। এখানে ব্যক্তি বড় নয়, বড় হল দল। বড় হল আমাদের প্রতীক পদ্মফুল। একবার প্রার্থী ঘোষণা হোক দেখবেন ক্ষোভ বিক্ষোভ সব মিটে গিয়েছে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি।’