Canada vs India Live: কাঁটা বৃষ্টি, পণ্ড রোহিতদের ম্যাচ, ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই সুপার এইটে ভারত

<p><strong>ফ্লোরিডা:</strong> শনিবার আপাত অর্থে এক নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং কানাডা (IND vs CAN)। এক দল ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে ফেলেছিল। আরেক দলের জন্য সেই রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যেহেতু সুপার এইটে সিড প্রক্রিয়ায় আগেই সব ঠিকঠাক হয়ে রয়েছে। তাই ভারত-কানাডার ম্যাচের ফলাফলে ওপর তেমন কিছুই নির্ভরশীল ছিল না। বৃষ্টিতে সেই ম্য়াচ শেষ পর্যন্ত ভেস্তেই গেল।</p>
<p>তবে টিম ইন্ডিয়া নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে চাইবে দলের মহাতারকা ব্যাটার বিরাট কোহলি ফর্মে ফিরুন। তিন ম্যাচে এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ মাত্র পাঁচ রান। <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>র ফর্মে ফেরাটা টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। এখনও পর্যন্ত এই মাঠে এবারের বিশ্বকাপের দুই ম্যাচই বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। হড়পা বানে নাজেহাল দক্ষিণ ফ্লোরিডা। শনিবারের আবহাওয়ার পূর্বাভাসও খুব একটা আশা জাগানোর মতো নয়। গোটা দিনজুড়েই বিক্ষিপ্তভাবে ব্রজপাতসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচ শুরুর সময় ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সময় গড়ালে তা কমে ৩০ শতাংশে দাঁড়াবে। কিন্তু পরিস্থিতি যে খুব আশানুরূপ নয়, তা বলাই বাহুল্য।</p>
<div class="sb-card">
<div class="sb-element">
<div class="sb-text">
<div class="content">
<p>এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে বড় রানের ম্যাচ তেমন দেখা যায়নি। তবে সেই ধারা বদলাতে পারে। ফ্লোরিডার পিট সাধারণ ব্য়াটিং সহায়ক বলেই পরিচিত। মাঠের প্রথম ইনিংসে গড় রান ১৬৬। ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি আয়োজন করা ব্রোওয়ার্ড পার্কে প্রথমে ব্যাট করেই ১১ বার জয় পেয়েছে দলহুলি। তাই&nbsp;ফ্লোরিডার টস জয়ের মন্ত্র হল টস জেতো, ব্যাটিং কর।&nbsp;</p>
<p>এই মাঠে <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের রেকর্ড কিন্তু রোহিতদের মুখে হাসিই ফোটাবে। ওয়েস্ট ইন্ডিজ় বাদে ব্রোওয়ার্ড পার্কে সবথেকে বেশি বিশ ওভারের ম্যাচ খেলেছে ভারত। আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিতের ব্যক্তিগত পারফরম্যান্সও এই মাঠে বেশ চমকপ্রদ। পাঁচ ইনিংসে ১৯৬ রান করে এই মাঠে বিশ ওভারের ম্যাচে সর্বাধিক রানসংগ্রাহকের নামই হল রোহিত শর্মা। তিনি কি ফের একবার পছন্দের মাঠে ব্যাট হাতে জ্বলে উঠবেন? সেই আশাতেই রয়েছেন ভারতীয় সমর্থকরা।&nbsp;</p>
</div>
</div>
</div>
</div>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1713076608247000&amp;usg=AOvVaw3q4jYa74bdg5CsIbsi72_9">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title="দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেপালের হৃদয়ভঙ্গ, অবশেষে টি-২০ বিশ্বকাপে খাতা খুলল নিউজ়িল্যান্ড" href="https://bengali.abplive.com/sports/cricket/t20-world-cup-2024-south-africa-survives-nepal-scare-by-1-rum-newzealand-thrash-uganda-1074980" target="_self">দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেপালের হৃদয়ভঙ্গ, অবশেষে টি-২০ বিশ্বকাপে খাতা খুলল নিউজ়িল্যান্ড</a>&nbsp;</strong></p>