Health News STSS Streptococcal Toxic Shock Syndrome In Japan For Flesh Eating Bacteria All You Need To Know

STSS In Japan For Flesh Eating Bacteria: ফের নয়া জীবাণুর ত্রাস। আর এবার ভাইরাস নয়, ব্যাকটেরিয়া। একটি বিশেষ ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়াচ্ছে জাপানে। যার সংক্রমণে দুই দিন অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যে মৃত্যু হচ্ছে রোগীদের! গত বছরেও এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছিল জাপানে। কিন্তু চলতি বছরে আক্রান্তের হার অনেকটাই বেশি। ২০২৩ সালে ৯০০-এর কিছু বেশি মানুষ আক্রান্ত হন এসটিএসএস (STSS) রোগে। চলতি বছরে জুন মাসের মধ্যেই ৯০০ সংখ্যাটি পেরিয়ে গিয়েছে। এই প্রবণতা চললে বছর শেষে প্রায় ২০০০-৩০০০ মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজ।

এসটিএসএসস (STSS) রোগের খুঁটিনাটি

স্ট্রেপ্টোকক্কাল টক্সিক শক সিনড্রোম বা এসটিএসএস গ্রুপ এ স্ট্রেটোকক্কাস (জিএএস) ব্যাকটেরিয়ার জন্য হয়। স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়ার বেশ কয়েকরকম রূপ হয়। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি জাতীয় জীবাণুর সঙ্গে আমরা পরিচিত। শিশুদের গলা ব্যথা, সর্দির পিছনে প্রায়ই স্ট্রেপ্টোকক্কাসের কোনও না কোনও ভ্যারিয়্যান্ট দায়ী থাকে। কিন্তু জাপানের এই নয়া ব্যাকটেরিয়া আরও কয়েকগুণ বিপজ্জনক বলেই মত বিশেষজ্ঞদের। জাপানের টোকিয়োতে এই রোগেই আক্রান্ত হচ্ছেন একের পর এক মানুষ। 

কাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি ?

সংবাদমাধ্যম আশি শিমবান অনুযায়ী, এই ব্যাকটেরিয়াতে আক্রান্তদের বয়স ৩০-এর বেশি‌। অন্যদিকে রোগে মৃত্যুর আশঙ্কাও বেশি, প্রায় ৩০ শতাংশ। অর্থাৎ যে কোনও সময় কোভিডের মতোই বড় বিপর্যয় ডেকে আনতে পারে এসটিএসএস, এমনটাই মত অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মূলত ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই ব্যাকটেরিয়া মারাত্মক আকার ধারণ করে।

মাংসখেকো স্ট্রেপটোকক্কাস সংক্রমণের লক্ষণ 

মাংসখেকো ব্যাকটেরিয়া স্ট্রেপটোকক্কাসের সংক্রমণে কিছু সাধারণ লক্ষণ দেখা যায়। এর লক্ষণগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল —

  • বিভিন্ন জয়েন্টে ব্যথা
  • জয়েন্ট ফুলে যাওয়া
  • জ্বর
  • গায়ে ব্যথা
  • রক্তচাপ কমে যাওয়া
  • শ্বাসকষ্টের সমস্যা
  • অরগ্যান ফেলিওর
  • নেক্রোসিস
  • অন্তিম ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির মৃত্য়ু হতে পারে।

অন্যান্য ইউরোপীয় দেশেও…

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইউরোপের একাধিক দেশে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছিল। ২০২২ সালে ইউরোপের অন্তত পাঁচটি দেশ গ্রুপ এ স্ট্রেপটোকক্কাস (জিএএস) সংক্রমণের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়। এবার সেই ব্যাকটেরিয়াই মারাত্মক আকার নিতে পারে জাপানে। তেমনটা হলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে এই ব্যাকটেরিয়া।

আরও পড়ুন – Harmful Seeds: লিভার থেকে কিডনি, নানা অঙ্গে রোগ বাঁধায় এইসব ফল-সবজির বীজ

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন