Medical colleges penalised: পরিকাঠামোগত ঘাটতি বাংলার সাত সহ দেশের বহু মেডিক্যাল কলেজে, জরিমানা করল NMC

ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) দেশের মেডিক্যাল কলেজগুলিকে বার বার নির্দেশ দিয়েছিল, ন্যূনতম পরিকাঠামোগত যে মাপকাঠি রয়েছে তা শোধরাতে হবে। তারপরেও দেখা যায়, একাধিক মেডিক্যাল কলেজে তা শোধরানো হয়নি। তার মধ্যে যেমন রয়েছে অপর্যাপ্ত ইন্ডোর বেড, ডাক্তারি ও রোগ নির্ণায়ক নানা যন্ত্রপাতি ও প্রযুক্তির অভাব, অপর্যাপ্ত ক্লাসরুমের সংখ্যা। পাশাপাশি শিক্ষক চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়টিও রয়েছে। এই সমস্ত পরিকাঠামোগত ঘাটতির ভিত্তিতে একাধিক মেডিক্যাল কলেজকে জরিমানা করেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। সব মিলিয়ে দেশের ৭০৬ টি মেডিক্যাল কলেজের মধ্যে ৫০০টি মেডিক্যাল কলেজকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলার ৭টি মেডিক্যাল কলেজ।

আরও পড়ুন: হিমোফিলিয়ায় আক্রান্ত ডাক্তারি পড়ুয়ার চিকিৎসার জন্য ২৬ লাখ মঞ্জুর করল সরকার

বিভিন্ন ঘাটতি থাকার কারণে এই সমস্ত মেডিক্যাল কলেজগুলিতে ২ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। অনেকক্ষেত্রেই আবার জরিমানা করা হয়েছে শিক্ষক চিকিৎসকদের জন্য বায়োমেট্রিক চালু না করার জন্য। বাংলায় যে ৭টি মেডিক্যাল কলেজের বিরুদ্ধে এই ঘাটতির অভিযোগে উঠেছে তার মধ্যে রয়েছে কলকাতার ৪টি মেডিক্যাল কলেজ।

মেডিক্যাল কমিশন সূত্রে জানা যাচ্ছে, তাদের তৈরি করা ন্যূনতম পরিকাঠামো যাকে বলা হয় ‘মিনিমাম স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট’, সেই মাপকাঠি পূরণে ব্যর্থ হয়েছে দেশের ৮০ শতাংশ মেডিক্যাল কলেজ। উল্লেখ্য, একটি মেডিক্যাল কলেজে ন্যূনতম মাপকাঠি কি হতে পারে? গত বছর তা ঠিক করে দিয়েছিল মেডিক্যাল কমিশন। সেক্ষেত্রে বলা হয়েছিল, বিভিন্ন গত ঘাটতি থাকলে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। কিন্তু, সেই নির্দেশ থাকা সত্ত্বেও ঘাটতি পূরণ না করায় শেষ পর্যন্ত জরিমানা করল মেডিক্যাল কমিশন। 

এক আধিকারিক জানাচ্ছেন, কলেজগুলিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তারপরে কোনও কাজ হয়নি। তাই জরিমানা করা হয়েছে। বাংলার যে সাতটি কলেজকে জরিমানা করা হয়েছে, তার মধ্যে রয়েছে এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, সাগর দত্ত মেডিক্যাল কলেজ। এই সমস্ত হাসপাতাল গুলিকে যথাক্রমে ১৮ লক্ষ, ২০ লক্ষ, ২৪ লক্ষ, ৫ লক্ষ, ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও মেদিনীপুর মেডিক্যাল কলেজকে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। আধিকারিকদের কথায়, এরপরেও যদি পরিকাঠামোগত ঘাটতি সংশোধন করা না হয় তাহলে সেক্ষেত্রে মেডিক্যাল কলেজগুলিতে আসন কমিয়ে দেওয়া হবে। এমনকী ছাত্র ভর্তি সাময়িকভাবে স্থগিত করার মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।