Rudraprayag Accident: পর্যটক বোঝাই টেম্পো ট্রাভেলার পড়ল অলোকানন্দায়, রুদ্রপ্রয়াগে মৃত ১৪

উত্তরাখণ্ডের ঋষিকেশ বদ্রীনাথ ন্যাশনাল হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার বলি ১৪। সেখানে পর্যটকদের নিয়ে একটি টেম্পো ট্রাভেলার যাচ্ছিল। সেই সময়ই পথ দুর্ঘটনায় টেম্পো ট্রাভেলার পাহাড়ি রাস্তা থেকে নিচে অলোকানন্দার জলে পড়ে যায়। ঘটনার জেরে মৃত্যু হয়েছে ১৪ জনের। ঘটনায় আহত হয়েছেন ১২ জন। 

মোট ২৬ যাত্রীকে নিয়ে পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছিল ওই টেম্পো ট্রাভেলার। তবে মাঝ রাস্তায় পিছলে গিয়ে গাড়িটি উপর থেকে নিচে অলোকানন্দার জলে পড়ে। উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ড্যান্ট মণিকান্ত মিশ্র বলছেন, যে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। এদিকে, পুলিশ বলছে, ১৫০ থেকে ২০০ মিটারের গভীর নয়ানজুলিতে পড়েই এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, নয়ডা থেকে রুদ্রপ্রয়াগের দিকে যাচ্ছিল ওই টেম্পো। ঘটনার খবর পেতেই সেখানে পৌঁছন রুদ্রপ্রয়াগের এসপি।  বিপর্যয় মোকাবিলা বিভাগের মণিকান্ত মিশ্র জানিয়েছেন, ঘটনাস্থলেই ১০ জমের মৃত্যু হয়েছিল। পরে সেই সংখ্যা বেড়ে ১৪ জন হয়েছে। ১২ আহতের মধ্যে ৫ জন ঋষিকেশ এইমসে ভর্তি রয়েছেন গুরুতর অবস্থায়। বাকি ৭ জন রুদ্রপ্রয়াগের হাসপাতালে ভর্তি রয়েছেন।

( Heatwave and Rain update:তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি বহু রাজ্যে, বাংলায় বৃষ্টির পূর্বাভাস কী বলছে? রইল আবহাওয়ার খবর)

( Manasa Puja 2024: মনসা পুজো ২০২৪এর তারিখ কবে? দেবীর আরাধনার বিধি, কাহিনি একনজরে)

এছাড়াও গাড়ওয়াল পুলিশের আইজি কে এস নাগনাল বলেছেন, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা চোপতা বেড়াতে যাওয়ার পথে পর্যটক। নাগনাল বলেছেন যে গাড়িতে ২৬ জন লোক ছিল, যাদের বেশিরভাগই দিল্লির বাসিন্দা। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে, দুর্ঘটনায় গুরুতর আহত সাতজনকে হেলি-অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঋষিকেশের এইমস-এ ভর্তি করা হয়েছে। 

( ঘড়িতে ঠিক ১.১১ মিনিট…দায়িত্ব গ্রহণের আগে কেন্দ্রীয় মন্ত্রী ২১ বার লিখলেন ‘ওম শ্রীরাম’, খবরে TDPর রামমোহন নাইডু)

এদিকে, বিদেশ সফরে থাকা প্রধানমন্ত্রী মোদী এই ভয়াবহ দুর্ঘটনা ঘিরে শোক প্রকাশ করেছেন। ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে আখ্যা দিয়েছেন তিনি। তিনি আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন এক্স পোস্টে। রুদ্র প্রয়াগের দুর্ঘটনায় শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন এবং জেলা ম্যাজিস্ট্রেটকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন।