ছবিতে গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনদের ঈদুল আজহা

ইসরায়েলি আগ্রাসনে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। সেখানে আনন্দের কোনও চিহ্ন নেই। বেশিরভাগ দোকানই ধ্বংস হয়ে গেছে। ঘরবাড়ি, অর্থ সম্পদ হারিয়ে নি:স্ব ফিলিস্তিনিদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে তারা। রবিবার (১৬ জুন) ঈদের দিন খোলা আকাশের নিচেই তারা নামাজ আদায় করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় ছবিতে উঠে এসেছে গাজায় ঈদের চিত্র।

মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে কিছু পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে দাতব্য সংস্থাগুলো।

ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব গাজাবাসী খোলা আকাশের নিচে বসে আছেন সাহায্য পাওয়ার আশায়। ছবি: রয়টার্স।

নামাজ শেষে খুতবা শুনছেন গাজাবাসী। ছবি: রয়টার্স।

ঈদ তাদের জন্য আনন্দ নিয়ে আসেনি। ছবি: রয়টার্স।