তানজিদের পর আউট শান্ত

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১.৩ ওভারে ৭/২ (সাকিব ০*, লিটন ৩; তানজিদ ০, শান্ত ৪)

রিভিউ নিয়ে বেঁচেছেন লিটন

প্রথম ওভারে তানজিদের আউটের পর লিটনকেও হারাতে বসেছিল বাংলাদেশ। শেষ বলে সোম্পাল কামির ডেলিভারিতে লেগ বিফোরে লিটনকে আউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার। লিটন সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে বেঁচেছেন। রিপ্লেতে দেখা গেছে, বল স্টাম্প মিস করেছে। 

প্রথম বলেই তানজিদের বিদায়

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। সোম্পাল কামিকে একটু এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন ওপেনার তানজিদ। বলটা বেশ উঁচুতেও ছিল। দেরি করে স্ট্রোক খেলতে যাওয়ায় ফিরতি বলটা জমা পড়ে সোম্পাল কামির হাতে। তাতে শুরুতেই কেঁপে উঠেছে বাংলাদেশ। তানজিম রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন।  

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে শুরুতে টস জিতেছে নেপাল। বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে।  

টস জিতে নেপালের অধিনায়ক রোহিত পাওডেল বলেছেন, তারা কন্ডিশনটা ব্যবহার করতে চাইছেন। পরে বল করা কঠিন হয়ে যাবে, যেহেতু শিশির একটা ফ্যাক্টর হতে যাচ্ছে। 

শান্তর দল সুপার এইটে যেতে পারবে কিনা সেটা নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের ওপর। কাগজে কলমে নেদারল্যান্ডসের সুযোগ থাকলেও শেষ দল হিসেবে সুপার এইটে ওঠার দৌড়ে এগিয়ে বাংলাদেশই।

অবশ্য নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতলে আর কোনও সমীকরণ টিকবে না। বাংলাদেশ চলে যাবে সুপার এইটে। তবে হেরে গেলেও সুপার এইটে যাওয়ার সুযোগ থাকছে। সেক্ষেত্রে নেদারল্যান্ডসকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে। আর যদি ডাচরা জিতে যায়, সেক্ষেত্রে রান রেটের হিসাব আসবে। এখন পর্যন্ত বাংলাদেশের নেট রান রেট ০.৪৭৮। নেদারল্যান্ডসের নেট রান রেট -০.৪০৮। এই মুহূর্তে বাংলাদেশের তিন ম্যাচ থেকে পয়েন্ট ৪, নেদারল্যান্ডসের তিন ম্যাচ থেকে পয়েন্ট ২। বাংলাদেশ দল এত সমীকরণ নিয়ে নিশ্চয়ই ভাবতে চাইবে না।

একাদশে কারা

বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক),  লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। 

নেপাল একাদশ: কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পাওডেল (অধিনায়ক), অনিল শাহ, দীপেন্দ্র সিং এইরি, কুশল মাল্লা, গুলশান ঝা, সোম্পাল কামি,  সুন্দীপ ঝোরা, সন্দীপ লামিচানে ও আবিনাশ বোহরা।