Assembly by election: উপনির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় একাধিক চমক, মতুয়াগড়ে কে?

৪ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে এই মুহূর্তে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই ৮ টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তবে বিজেপি এবং অন্যান্য দলগুলি এখনও প্রার্থী ঘোষণা করেনি। এই অবস্থায় বিজেপি উত্তর ২৪ পরগনার বাগদা সহ বাকি ৩টি আসনে কাকে প্রার্থী করতে পারে তাই নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। শনিবার বিজেপির কোর কমিটির বৈঠকে এনিয়ে আলোচনায় একাধিক নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বিধানসভা উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটে চিড়, বাগদায় লড়বে দুই শিবিরই

বাগদা আসনে রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। এই অবস্থায় সেখানে বিজেপি ঠাকুরবাড়ির কাউকে প্রার্থী করবে কি না তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। প্রথমে শোনা যাচ্ছিল সেখানে বিজেপির তালিকায় আছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। তবে সেখানে আলোচনায় আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তার মধ্যে রয়েছেন বিনয় বিশ্বাস, অমৃতলাল বিশ্বাস, দুলাল বর প্রমুখ। আরও একজন রয়েছেন যিনি বিজেপির এক শীর্ষ নেতার আপ্তসহায়ক। 

এদের মধ্যে দুলাল বর ২০১১ সালে তৃণমূলে টিকিটে বাগদা আসন থেকে জয়ী হয়েছিলেন। ২০১৬ সালেও তিনি সেখানে জয়ী হয়েছিলেন। তবে কংগ্রেসের প্রার্থী হিসেবে। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে অবশ্য প্রার্থী করেনি বিজেপি। তবে এবার তাঁর নামও আলোচনায় উঠে এসেছে।

অন্যদিকে, আরও যে কেন্দ্রগুলি রয়েছে সেগুলি হল- মানিকতলা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ। নির্বাচন কমিশনের তথ্য বলছে, মানিকতলা বাদে তিনটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। মানিকতলা থেকে তৃণমূলের হয়ে লড়বেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে এবং রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ থেকে তৃণমূলের টিকিটে লড়বেন যথাক্রমে কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি অধিকারী। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, রায়গঞ্জে উঠে আসছে স্থানীয় এক শিক্ষক শঙ্কর চট্টোপাধ্যায়ের নাম। তাছাড়াও সেই তালিকায় রয়েছেন বাবুলাল বালা, মানস ঘোষ প্রমুখ বিজেপির অনেক পুরনো নেতার নাম।  

মানিকতলায় কল্যাণ চৌবের নাম আলোচনায় উঠে এসেছে। এর আগেও তিনি বিধানসভায় লড়েছিলেন। তাঁর মামলার জন্যই এতদিন মানিকতলায় উপনির্বাচন আটকে ছিল। এছাড়াও আরও যাদের নাম উঠে এসেছে তাঁরা হলেন অমিতাভ রায় ও শ্যাম জয়সওয়াল। রানাঘাটে উঠে আসছে মতুয়া সম্প্রদায়ের নেতা মনোজ বিশ্বাস এবং স্থানীয় বিজেপি নেতা মনোজ বিনের নাম। তবে কেন্দ্রীয় নেতৃত্বই এবিষয়ের সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।