Snake in college food: সরকারি কলেজের খাবারে আস্ত সাপ! অসুস্থ ১১ পড়ুয়া, শোকজ করা হল কর্তৃপক্ষকে

আইসক্রিমে আঙুলের টুকরো উদ্ধার হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার কলেজের মেসের খাবারে মিলল সাপের দেহাংশ। আর এমন ঘটনা ঘটেছে বিহারের একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের মেসে। বিষয়টি জানাজানি হতেই আলোড়ন পড়ে যায়। পেট ব্যথা, বমি শুরু হয় অনেক পড়ুয়ার। সব মিলিয়ে প্রায় ১১ জন পড়ুয়া এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরেই পদক্ষেপ করেছে প্রশাসন। একইসঙ্গে প্রশ্ন উঠেছে সরকারি কলেজের মেসের খাবারের গুণগত মান নিয়ে।

আরও পড়ুন: ফাঁস ষড়যন্ত্র, মিড ডে মিলে ইচ্ছে করে সাপ ফেলল রাঁধুনির স্বামী!

জানা যাচ্ছে, ছাত্রদের রাতের খাবার পরিবেশন করা হয়েছিল। তখনই খাবারে সাপের দেহাংশ দেখতে পান পড়ুয়া। বিষয়টি জানাজানি হতেই হৈ চৈ পড়ে যায় মেস চত্বরে। অনেকেই খাবারে সাপের দেহাংশের ছবি তুলে রাখেন। এদিকে, ঘটনায় পরেই পড়ুয়াদের কারও বমি আবার কারও পেট ব্যাথা হতে শুরু করে। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন পড়ুয়ারা। তাদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ তাদের নিম্নমানের এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করছে। তাদের জীবন নিয়ে খেলা করছে। সানি মেহেতা নামে এক ছাত্রের অভিযোগ, প্রায়ই নিম্নমানের খাবার দেওয়া হয়। এনিয়ে এর আগেও কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাতে তারা কোনও লাভ হয়নি। কিন্তু খাবারের সাপের টুকরো কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আয়ুশী কুমারী নামে অন্য এক পড়ুয়ার অভিযোগ, কলেজের মেসের খাবারের মান নিয়ে কোনও পড়ুয়া সন্তুষ্ট নন।

এই ঘটনার পরেই কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। ঘটনায় এসডিও অবিনাশ কুমার কলেজ প্রশাসনকে শোকজ করেছেন। পাশাপাশি মেসে খাদ্য সরবরাহের সঙ্গে যে সংস্থা বা বিক্রেতা জড়িত তাকেও জরিমানা করেছেন। একই সঙ্গে খাবার সরবরাহকারী সংস্থা পরিবর্তন করা হবে বলে তিনি জানিয়েছেন। 

প্রশাসনের তরফে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবার থেকে পড়ুয়াদের সঙ্গেই অধ্যক্ষ এবং শিক্ষকদের বাধ্যতামূলকভাবে খাবার খেতে হবে। এছাড়াও পড়ুয়াদের পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার সরবরাহ করা যেন হয় সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সরকার। এদিকে, ঘটনার পরে যে সমস্ত পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তারা বর্তমানে সুস্থ রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।