বেলজিয়ামকে হারিয়ে স্লোভাকিয়ার চমক, রোমানিয়ার বড় জয়

ইউরো চ্যাম্পিয়নশিপে অঘটনের জন্ম দিয়েছে স্লোভাকিয়া। আসরের অন্যতম ফেভারিট বেলজিয়ামকে হারিয়ে চমক দেখিয়েছে তারা। স্লোভাকিয়া ম্যাচ জিতেছে ১-০ গোলের ব্যবধানে। এর আগে ই গ্রুপে ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়েছে রোমানিয়া।

জার্মানির স্টুটগার্টে সোমবার বেলজিয়াম বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে থেকেও গোল পায়নি। লুকাকু-কেভিন ডি ব্রুইনা গোলের সুযোগ নষ্ট করে দলকে জয় বঞ্চিত করেছেন।

যদিও রোমেলু লুকাকু দুইবার জালের দেখা পেলেও ভিএআরে দুইবারই তা বাতিল হয়ে গেলে সমর্থকদের হতাশ হতে হয়। বরং বেলজিয়ানদের ভুলে স্লোভাকিয়া ম্যাচ শুরুর ৭ মিনিটে গোল করে এগিয়ে যায়। ইভান শারাঞ্জ কঠিন কোন থেকে জাল কাঁপিয়ে সবাইকে অবাক করে দেন।

গোল শোধে বেলজিয়াম পুরো ম্যাচে ৫ বার লক্ষ্যে শট নিলেও সমতায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত হার দিয়ে তাদের ইউরো শুরু হলো।

এর আগের ম্যাচে ই গ্রুপে ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর এই প্রথম বড় টুর্নামেন্টে খেলতে আসা ইউক্রেন সুবিধা করতে পারেনি।

রোমানিয়া ৩-০ গোলে জিতেছে ইউক্রেনের বিপক্ষে। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় তাদের গোল তিনটি এসেছে নিকোলাই স্তানচু, রাজভান মারিন ও দেনিস দ্রাগাসের কাছ থেকে।