Babar Azam | Kris Srikkanth

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের (Pakistan Cricket) ক্রিকেট নিয়ে যত কম বলা যায় তত ভালো। পঞ্চাশ ওভারের পর কুড়ি ওভারের বিশ্বকাপেও মুখ থুবড়ে পড়েছে ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশ। চলতি কাপযুদ্ধে (T20 WC 2024) গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছে বাবর আজম (Babar Azam) অ্যান্ড কোং। পাকিস্তানের হতশ্রী ক্রিকেট ছাড়াও চর্চায় এসেছে বাবরের ব্য়াটিং। ৩ ম্য়াচে বাবর ১২২ রান করেছেন ৪০.৬৬-এর গড়ে। তাঁর স্ট্রাইক রেট মাত্র ১০১.৬৬। এবার বাবর আজমকে কার্যত ছিঁড়ে খেলেন ভারতের দুই প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikkanth) ও বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। ১৯৮৩ ও ২০১১ সালের বিশ্বকাপ জয়ী কার্যত একই সুরে বাবরের বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন।

আরও পড়ুন: অবিশ্বাস্য!!! ইতিহাস লিখে সুপার আটে বাংলাদেশ, যা অতীতে বিশ্বকাপে হয়নি

শ্রীকান্ত বিশ্বকাপের সম্প্রচারকারী চ্য়ানেলে বলেন, ‘দেখুন সত্য়ি বলতে, আমার মতে বাবরের আর টি-২০ ক্রিকেট খেলাই উচিত নয়। আমি বলতে চাইছি যে, টি-২০ ক্রিকেটে এভাবে সারাক্ষণ টুক টুক করলে চলে না। ওর পরিসংখ্য়ান দেখুন একবার। লোকে বলে ওরও নাকি বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মতো টি-২০ ক্রিকেটে হাজার চারেক রান আছে। কিন্তু একবার স্ট্রাইক রেট দেখুন বাবরের। মেরেকেটে ১১২ থেকে ১১৫! লোকে কী বলছে বাবরকে নিয়ে!’
 
শেহওয়াগকে এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বাবরকে ধুয়ে দিয়েছেন। বিধ্বংসী ব্য়াটার বলেন, ‘বাবর এমন একজন ক্রিকেটার যে, ছয় মারতে পারে। ও সেট হয়ে যাওয়ার পরেই ছয় মারতে পারে, তাও আবার স্পিনারদের। আমি কখনও দেখিনি যে, বাবর পায়ের ব্য়বহার করে ফাস্টবোলারদের কভারের উপর দিয়ে ছয় ওড়াচ্ছে। এটা ওর ক্রিকেটই নয়। ও খুব নিরাপদ ক্রিকেট খেলে মাঠের মধ্য়ে বল রেখে। ও হয়তো ধারাবাহিক ভাবে রান করে ঠিকই। তবে স্ট্রাইক রেট খুবই কম। কিন্তু একজন নেতার ভাবা উচিত যে, তাঁর ক্রিকেট কীভাবে দলের কাজে লাগতে পারে! যদি সে না পারে, তাহলে ওর এমন কাউকে খেলানো উচিত, যে ছয় ওভারে বড় শট নিয়ে ৫০-৬০ রান তুলে দিতে পারে। আমাকে রূঢ় মনে হতে পারে, তবে সত্য়ি বলতে গেলে, পাকিস্তানের অধিনায়ক বদলে গেলে বাবর টি-২০ দলে জায়গা পাওয়ার যোগ্য নয়। ওর পারফরম্যান্স আজকের টি-টোয়েন্টি ক্রিকেটের চাহিদার ধারেকাছেও নয়।’ দেখা যাক বাবরকে পাকিস্তান অধিনায়ক করে রাখে না ছেড়ে দেয়!

আরও পড়ুন: বীরুকে দংশন সাকিবের! ‘বাংলাদেশি’ হয়েও নাগরিকত্ব মানতে পারলেন না?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)