Bakri Eid: বকরি ইদের আনন্দ ভাগ করে নিন সকলের সঙ্গে, প্রিয়জনদের পাঠান উষ্ণ শুভেচ্ছা

ধর্মপ্রাণ মুসলিমদের কাছে বকরি ইদ খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। বকরি ইদকে কোরবানির ইদ – ও বলা হয়।এই ইদ উপলক্ষে মুসলিমরা সকাল থেকেই অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত হয়ে থাকেন। বকরি ইদের শুভ লগ্নে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের শুভেচ্ছা বার্তা পাঠানোর মাধ্যমে মুসলিমরা পালন করেন এই দিনটি। আপনিও যদি আপনার কোনও বন্ধুকে ইদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে চান, তাহলে এই প্রতিবেদনে রইল বেশ কয়েকটি মন ভালো করা শুভেচ্ছা বার্তা।

১) আপনার জীবন সুখময় হয়ে উঠুক, এই কামনাই করি আপনার জন্য। ইদ মোবারক।

২) আল্লাহ সর্বদা আপনার ওপর কৃপা বর্ষণ করুক, আপনাকে জানাই শুভ বকরি ইদের শুভেচ্ছা। ইদ মোবারক।

৩) আপনার পরিবারকে নিয়ে আপনি সুখে শান্তিতে জীবন কাটান, এই কামনাই করি সব সময়। ইদ মোবারক।

(আরো পড়ুন: বন্ধ হল ডুয়ার্সের জঙ্গল, পর্যটকদের প্রবেশ নিষেধ, পুজোর আগে কি সাফারি চালু হবে?)

৪) জাতি ধর্ম এই সবকিছুর ওপরেও রয়েছে মানবিকতা, তাই আমার বন্ধুকে আজ জানাই ইদ মোবারক।

৫) আপনার সমস্ত ভালো কাজগুলি আল্লাহ কবুল করুক, আপনার জীবন সব সময় ভরে উঠুক আনন্দে।ইদ মোবারক।

৬) আপনি ইহলোকের পর যেন জান্নাত পান, এই কামনাই করি আল্লাহর থেকে। বকরি ইদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে।

৭) কোরবানির ইদে সকলের সঙ্গে মন ভরে আনন্দ করুন আপনি, এই শুভ লগ্নে আপনাকে জানাই ইদ মোবারক।

৮) পবিত্র চাঁদকে সাক্ষী রেখে এই দিনটি হয়ে উঠুক আরো বেশি সুন্দর, আপনাকে জানাই ইদ মোবারক।

৯) আশা করি আপনার পরিবার আল্লাহর ভালোবাসা পাবে সবসময়, আপনাদের সকলকে জানাই ইদ- উল- আদাহ – র শুভেচ্ছা জানাই।

১০) সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করুন, আপনার মধ্যে সবসময় বেঁচে থাকুক মানবতা। আপনাদের সকলকে মন থেকে জানাই ইদ- উল- আদাহ – র শুভেচ্ছা।

(আরো পড়ুন: মতামত- কোরবানি ইদের ভালোমন্দ, বাংলাদেশের চারিদিকে নোংরা ফেলার প্রবণতা ও পদক্ষেপ)

১১) আমার প্রিয় বন্ধু সবসময় ভালো থাকুক, আল্লাহর কাছে এই প্রার্থনা করি সব সময়। বকরি ইদের দিন যেন সকলকে নিয়ে তুমি ভালো থাকতে পারো, এই কামনাই করি সব সময়।

১২) সবাইকে ভালোবেসে এই ভাবেই জীবনে সফল হও, শুভ ইদের এই শুভক্ষণে তোমাকে জানাই ইদ- উল- আদাহ – র শুভেচ্ছা।