Bashirhat shoot out: বসিরহাটে ভরা বাজারে তৃণমূল কর্মীকে শ্যুটআউট, গোটা ঘটনা ধরা পড়ল সিসিটিভিতে

ভর সন্ধ্যায় ভরা বাজারে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনায় আতঙ্ক ছড়ায় বসিরহাটের পিফা বাজারে। আহত তৃণমূলকর্মীর নাম আলতাফ মালি। পিফা বাজারে একটি ফটোকপির দোকানে গুলিবিদ্ধ হন তিনি। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন – তিলক কেটে আসতে বারণ ছাত্রীকে, তীব্র বিক্ষোভের মুখে সুর নরম মুর্শিদাবাদের স্কুলের

পড়তে থাকুন – বিধানসভার অফিসের কম্পিউটারে চলছে গেম, দিলীপ ঘোষের ‘অভিযান’এ ধরা পড়ল হাতে নাতে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্যান্য দিনের মতো শুক্রবার সন্ধ্যাতেও জমজমাট ছিল পিফা বাজার। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ সেখানে একটি ফটোকপির দোকানের সামনে এসে দাঁড়ায় ১টি মোটরসাইকেল। মোটরসাইকেলে ছিল ২ যুবক। পিছনের জন নেমে দোকানে ঢুকে আলতাফ মালির কোমরে বন্দুক ঠেকিয়ে গুলি চালায়। এর পর ছুটে মোটরসাইকেলে উঠে পালায় দুষ্কৃতীরা। পালানোর সময় একটি বোমা ভর্তি ব্যাগ রাস্তায় ফেলে যায় তারা।

ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। ছোটাছুটি শুরু করে দেন বাজারে আসা মানুষজন। আহতকে উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনি বিপদমুক্ত বলে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বসিরহাট থানার পুলিশ। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা। ওই ফুটেজ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় রাজনীতির রং লেগেছে। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, লোকসভা ভোটের হার মেনে নিতে না পেরে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিরোধীরা। তাই তৃণমূল কর্মীকে গুলি করে এখানে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। পুলিশ তদন্তে নেমেছে। এর পিছনে কারা রয়েছে সব বেরোবে।

আরও পড়ুন – প্রভাবশালী বিধায়ককে দামি গাড়ি উপহার দিয়েছিল শাহজাহান, আদালতে জানাল ED

পালটা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘এটাই তৃণমূলের সংস্কৃতি। কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট নিয়ে বিবাদের জেরে তৃণমূলের অন্দরে এসব লেগেই থাকে। তৃণমূল নেতারাও এটা ভালো করেই জানেন।’