Kanchanjungha Accident Helpline No: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পরিজন ছিলেন? হেল্পলাইন নম্বর চালু রেলের, রইল পুরো তালিকা

ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরে হেল্পলাইন নম্বর চালু করল ভারতীয় রেল। হাওড়া, শিয়ালদা, গুয়াহাটি, কাটিহারের মতো বিভিন্ন স্টেশনে হেল্ললাইন নম্বর খোলা হয়েছে। সেখানে ফোন করে নিজের পরিজনদের বিষয়ে খোঁজখবর নিতে পারবেন সাধারণ মানুষ। আগরতলা থেকে শিয়ালদার মধ্যে চলাচল করার ফলে একাধিক রাজ্যের মানুষ সেই ট্রেনে যাতায়াত করেন। ত্রিপুরা, অসম, বিহার এবং পশ্চিমবঙ্গ ছুঁয়ে যায় সেই ট্রেন। সেই পরিস্থিতিতে বিভিন্ন স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। কোন স্টেশনে হেল্পলাইন নম্বর কী কী, সেই তালিকা দেখে নিন।

(Kanchanjungha Express Accident Live Updates: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা সংক্রান্ত লাইভ আপডেট দেখুন)

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরে বিভিন্ন স্টেশনের হেল্পলাইন নম্বর

১) হেল্পলাইন নম্বর: ১৩১৭৪।

২) হাওড়া স্টেশনের হেল্পডেস্ক নম্বর: 03326413660

৩) শিয়ালদা স্টেশনের হেল্পডেস্ক নম্বর: 033-23508794 এবং 033-23833326।

৪) হাওড়া স্টেশনের এনকোয়ারি নম্বর: 03326402242 এবং 03326402243।

৫) গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর: 03612731621, 03612731622 এবং 03612731623।

৬) আলুয়াবাড়ি রোড স্টেশনের জরুরি নম্বর: 8170034235

৭) কিষানগঞ্জ স্টেশনের জরুরি নম্বর: 7542028020 এবং 06456-226795।

৮) ডালখোলা স্টেশনের জরুরি নম্বর: 8170034228

৯) বারসোই স্টেশনের জরুরি নম্বর: 7541806358

১০) শামসি স্টেশনের জরুরি নম্বর: 03513-265690 এবং 03513- 265692।

১১) নিউ বঙ্গাইগাঁও স্টেশনের হেল্পলাইন নম্বর: 9435021417 এবং 9287998179।

১২) কাটিহার স্টেশনের হেল্পডেস্ক নম্বর: 09002041952 এবং 9771441956।

১৩) লামডিং স্টেশনের হেল্পলাইন নম্বর: 03674263958, 03674263831, 03674263120, 03674263126 এবং 03674263858।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা

সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরে নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মধ্যে দুর্ঘটনার কবলে পড়েছে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ঢিমেগতিতে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলছিল। সেই লাইনেই ঢুকে পড়ে মালগাড়ি। ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকে। 

আরও পড়ুন: Kanchanjunga Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, কীভাবে ফিরবেন শিলিগুড়ি বা কলকাতা? থাকছে NBSTC বাস

তার জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কমপক্ষে তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। মালগাড়ির ইঞ্জিনের উপরে আড়াআড়িভাবে উঠে যায় কাঞ্চনজঙ্ঘার একটি বগি। দার্জিলিং পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানিয়েছেন, কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫-৩০ জন। যে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করছেন উদ্ধারকারীরা।

কী কারণে দুর্ঘটনা ঘটেছে?

ভারতীয় রেলের তরফে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে যে সিগন্যাল না মেনেই এগিয়ে গিয়েছিল মালগাড়ি। তার জেরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। কিন্তু কেন সিগন্যাল না মেনে এগিয়ে গিয়েছিল মালগাড়ি, তা বিস্তারিতভাবে জানানো হয়নি। সিগন্যালিং ব্যবস্থায় কোনও গলদ ছিল কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ একটা লাইনে তো দুটি ট্রেন ঢোকার কথা নয়। ঠিক যে জিনিসটা হয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার সময়। এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি কম থাকায় আরও প্রাণহানি হয়নি বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন: ‘‌যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হচ্ছে’‌, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বার্তা মমতার