T20 World Cup 2024 Jonty Rhodes Likely To Replace T Dilip As New Fielding Coach of India Gautam Gambhir likely to become head coach

মুম্বই: শুধু ফিল্ডিং দিয়েও যে ম্যাচ জেতা যায়, বিশ্ব ক্রিকেটকে প্রথমে সেটা দেখিয়েছিলেন তিনি। ১৯৯২ বিশ্বকাপে ইনজামাম উল হককে যেভাবে শরীর শূন্যে ভাসিয়ে রান আউট করেছিলেন, হতবাক হয়ে দেখেছিল গোটা বিশ্ব। ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছিল সেই ছবি। ব্যাকওয়ার্ড পয়েন্টে তিনি থাকা মানে মাছিও গলতে পারত না। ক্রিকেট মাঠে ব্যাকওয়ার্ড পয়েন্টে যে দলের সেরা ফিল্ডারকে রাখা উচিত, সেই ধারণার জন্ম দিয়েছিলেন তিনিই।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি সেই জন্টি রোডস (Jonty Rhodes) কি এবার ভারতীয় দলের (Team India) ফিল্ডিং কোচ হিসাবে দায়িত্ব নিতে চলেছেন?

সেরকমই জল্পনা শুরু হয়েছে। টি দিলীপের (T Dilip) স্থলাভিষিক্ত হতে পারেন তিনি। সাধারণ ধারণা হচ্ছে, যখনই কেউ কোনও দলের কোচ হিসাবে দায়িত্ব নেন, তিনি সাপোর্ট স্টাফ হিসাবে নিজের পছন্দের প্রার্থীকে নিয়ে আসেন। যাতে গোটা দলকে এক সুতোয় গেঁথে এগিয়ে নিয়ে যাওয়া সহজতর হয়। যাতে মানসিক বোঝাপড়াটাও হয় ভাল। ঠিক যেভাবে রবি শাস্ত্রী হেড কোচ হওয়ার পর বোলিং কোচ হিসাবে নিয়ে এসেছিলেন ভরত অরুণকে, ব্যাটিং কোচ করেছিলেন সঞ্জয় বাঙ্গারকে, ফিল্ডিং কোচ করেছিলেন আর শ্রীধরকে। পরে রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হওয়ার পর বোলিং কোচ হিসাবে এনেছিলেন পারস মামব্রেকে। ব্যাটিং কোচ করেছিলেন বিক্রম রাঠৌরকে। ফিল্ডিং কোচ ছিলেন টি দিলীপ।

শোনা যাচ্ছে, দ্রাবিড়ের পর ভারতীয় দলের কোচ হিসাবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম প্রায় চূড়ান্ত। টি-২০ বিশ্বকাপের পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যেতে পারে গম্ভীরের নাম। তারই মাঝে শোনা যাচ্ছে, গম্ভীর তাঁর সাপোর্ট স্টাফেদের মধ্যে ফিল্ডিং কোচ হিসাবে নিয়ে আসতে চান জন্টি রোডসকে। টি দিলীপের পরিবর্ত হিসাবে।

ভারতের মাটিতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে জন্টির। মুম্বই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন। আপাতত লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ তিনি। সেই লখনউ, যেখানে এক সময় মেন্ট ছিলেন গম্ভীর নিজেই। যদিও কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, রোডসের সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে কথা হয়নি ভারতীয় বোর্ড কর্তাদের। তবে তাঁর সঙ্গে হয়তো কথা বলে রেখেছেন গম্ভীর নিজেই।

এর আগে ২০১৯ সালে ভারতের ফিল্ডিং কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন জন্টি। তবে সেবার আর শ্রীধরকেই ফের ভারতের ফিল্ডিং কোচ করায় জন্টির আবেদন খারিজ হয়েছিল।

আরও পড়ুন: রাঁচির বাগানবাড়িতে কুকুরদের জন্য ধোনির ব্যবস্থা জানলে অবাক হতেই হবে

আরও দেখুন