T20 World Cup 2024 Virat Kohli Hardik Pandya Indian Cricketers enjoy beach volleyball at Barbados

বার্বাডোজ়: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইটে আগেই জায়গা পাকা করে নিয়েছে ভারত (Team India)। প্রথম তিন ম্যাচ টানা জিতে সুপার এইট নিশ্চিত করে ফেলেছিল ভারত। কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচটি ছিল কার্যত নিয়মরক্ষার। যদিও সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় দুই দলের মধ্যে। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে থেকে সুপার এইটে পৌঁছেছেন রোহিত শর্মারা। বৃহস্পতিবার, ২০ জুন ব্রিজটাউনে সুপার এইট পর্বে প্রথম ম্যাচে ভারতের সামনে আফগানিস্তান। 

সেই ম্যাচের আগে ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেটারেরা। ক্রিকেট থেকে দূরে, ভলিবলে মেতে বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যরা। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। মুহূর্তে তা ভাইরালও হয়েছে।

টি-২০ বিশ্বকাপের আমেরিকা পর্ব শেষ হয়েছে ভারতের জন্য। গ্রুপ পর্বের সবকটি ম্যাচই হয়েছে আমেরিকায়। ভারত তিনটি ম্যাচ খেলেছে নিউ ইয়র্কে। আয়ার্ল্যান্ড, পাকিস্তান ও আমেরিকা – নিউ ইয়র্কের তিনটি ম্যাচই জিতেছিল ভারত। ফ্লরিডায় কানাডার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। তবে আমেরিকার মাটিতে সব কটি ম্যাচই হয়েছে লো স্কোরিং। তাই ভারতীয় ব্যাটিং জ্বলে উঠতে পারেনি। নিউ ইয়র্কের পিচ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ টি-২০ ক্রিকেটের জন্য কতটা উপযোগী, তা নিয়ে তুমুল চর্চা হয়েছে।

তবে ভারতীয় শিবিরে স্বস্তি যে, এবার তাদের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ়ে। আমেরিকার সঙ্গে এবারের টি-২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ়। বৃহস্পতিবার রশিদ খান, মহম্মদ নবিদের সঙ্গে টিম ইন্ডিয়ার ম্যাচ ব্রিজটাউনে। তার আগে ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেটারেরা। বার্বাডোজ সমুদ্রসৈকতে বিচ ভলিবল খেলে সময় কাটালেন ক্রিকেটারেরা। 

 

বিরাট কোহলি রানের মধ্যে নেই। আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন। সর্বোচ্চ স্কোরার হয়ে জিতে নিয়েছিলেন অরেঞ্জ ক্যাপ। তবে টি-২০ বিশ্বকাপে তাঁর ব্যাটে রানের খরা। সুপার এইটে তিনি কেমন খেলেন, দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিচ বলিবলে অবশ্য খোশমেজাজে দেখা গিয়েছে বিরাটকে। হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, অর্শদীপ সিংহদের সঙ্গে খুনসুটি করেছেন কোহলি। 

আরও পড়ুন: রোহিত-কোহলিদের থেকে শেখা মন্ত্রেই প্রতিপক্ষদের ঘায়েল করতে চান বাংলার পেসার

আরও দেখুন