‘‌রেখা সন্দেশখালির বাঘিনী’‌, বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের নয়া সম্বোধন

সন্দেশখালি ইস্যুকে লোকসভা নির্বাচনে কাজে লাগাতে চেয়েছিল বিজেপি। কিন্তু স্টিং অপারেশনের ভিডিয়ো উপযুক্ত সময় ফাঁস হয়ে যাওয়ায় গোটা আন্দোলন মাঠে মারা যায়। এই ইস্যুকে সামনে রেখে বিজেপির রাজ্য নেতারা এবং কেন্দ্রীয় নেতারা বারবার আসেন সন্দেশখালিতে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে রেখা পাত্রকে ‘‌শক্তিস্বরূপা’‌ সম্বোধন করে গিয়েছিলেন। তাঁকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছিল বিজেপি। যদিও তিনি হেরে যান তৃণমূল কংগ্রেসের কাছেই। এবার ভোট পরবর্তী হিংসার ইস্যুতে সন্দেশখালির পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ‘‌সন্দেশখালির বাঘিনী’‌ আখ্যা দিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের অন্যতম সদস্য তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ।

বাংলায় এসেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে আছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সাংসদ রবিশঙ্কর প্রসাদরা। সোমবার উত্তরবঙ্গে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়েছিলেন। আর আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঘুরে তাঁরা যান সন্দেশখালিতে। কারণ সন্দেশখালির একাধিক জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে বলে বঙ্গ–বিজেপির অভিযোগ। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে সঙ্গে নিয়েই ঘোরেন তাঁরা। ভোটে বিপুল পরিমাণে পরাজিত হলেও সম্বোধনের দিক থেকে উন্নতি হয়েছে রেখার। এখানেই রেখা সম্পর্কে বলতে গিয়ে রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‌রেখা সন্দেশখালির বাঘিনী। আমি বলে রাখছি, এই মেয়ে অনেকদূর পর্যন্ত যাবে।’‌

আরও পড়ুন:‌ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন হিমন্ত বিশ্বশর্মা, কোন দাবিতে অসম থেকে বার্তা বাংলায়?‌

ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে আক্রান্তদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি রেখা পাত্র সম্পর্কে বলেন, ‘‌রেখা যেভাবে লড়াই করেছে সেটা বলার মতো। আমি বলে রাখছি, এই মেয়ে অনেক দূর যাবে। আর আমি এখানে বলে যাচ্ছি, এই মহিলা সন্দেশখালির বাঘিনী। আমি এই নিয়ে পাঁচবার বাংলায় এসেছি। এই সন্দেশখালিতে শুধুই অত্যাচার। আমি উর্দি পরেছি। কিন্তু এখানে পুলিশ প্রশাসনের ভূমিকা দেখে দুঃখ পাই।’‌ বসিরহাট লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলামের কাছে পরাজিত হন তিনি। দলের কেন্দ্রীয় নেতৃত্বর কাছ থেকে এমন প্রশংসা পেয়ে রেখাও বলেন, ‘‌নেতৃত্ব আমার পাশে রয়েছেন। এতে লড়াই করার সাহসটা আরও পাব। এটা শুধু আমাকে বলা নয়, সন্দেশখালির প্রত্যেক মহিলাকে বলা হয়েছে।’‌

গত জানুয়ারি মাস থেকে উত্তপ্ত থেকেছে সন্দেশখালি। জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সন্দেশখালি। এমন পরিস্থিতিতে বাচ্চা কোলে নিয়ে সংবাদমাধ্যমের সামনে শিবু হাজরা, শেখ শাহজাহানদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রেখা পাত্র। তাঁর দায়ের করা এফআইআরের ভিত্তিতে গ্রেফতার হন শিবু। আন্দোলনের মুখ রেখা পাত্রই বিজেপির বাজি ছিল। যদিও স্টিং ভিডিয়ো সব ওলটপালট করে দেয়। যা যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। যেখানে সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছিল, ‘‌ভোটের জন্য টাকার বিনিময়ে সন্দেশখালিতে সাজানো ঘটনা তৈরি করা হয়েছিল।’‌