Kanchenjunga tragedy: তিনিই রেলের বিরুদ্ধে পুলিশে FIR করেছেন, জানেনই না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর থেকেই রেলের বিরুদ্ধে উঠছে দায় ঝাড়ার চেষ্টার অভিযোগ। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন ওই ট্রেনের এক আহত যাত্রী। চৈতালী মজুমদার নামে ওই মহিলার দাবি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেলের গাফিলতির অভিযোগ তুলে যে FIR তিনি দায়ের করেছেন বলে পুলিশ দাবি করছে তার সঙ্গে তাঁর যোগ নেই। তাঁর অজান্তেই তাঁর নামে FIR করেছে কেউ বা কারা।

আরও পড়ুন – রাত ৩টে ২০-তে শিয়ালদার ১৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছল ‘অভিশপ্ত’ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

পড়তে থাকুন – ‘মানুষকে ট্রেন ছেড়ে সাইকেল নিতে হয়…’কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, তোপ মমতার

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এস সিক্স কামরার যাত্রী ছিলেন চৈতালীদেবী। সোমবার রাতে জানা যায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে FIR দায়ের করেছেন জনৈক যাত্রী। সেই অভিযোগের ভিত্তিতে ৩০৪এর মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পরে জানা যায়, মালগাড়ির প্রয়াত লোকো পাইলটদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করা হয়েছে ওই FIRএ।

মঙ্গলবার সংবাদমাধ্যমকে চৈতালীদেবী বলেন, দুর্ঘটনার পর আমি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি ছিলাম। সেখানে দফায় দফায় অনেক সরকারি আধিকারিক ও পুলিশ আধিকারিকরা আসেন। একজন আমার ভিডিয়ো করেন। কেমন আছি জানতে চান। এর মধ্যে কয়েকজন এসে আবার বাবার নাম ঠিকানা এসব জেনে যান। রাতে ফের ২ জন পুলিশ আধিকারিক আসেন। তাঁরাও জিজ্ঞাসাবাদ করেন’।

আরও পড়ুন – ‘মৃত্যুর মুখে! ছিটকে পড়লাম, ট্রেনে চাপতে ভয় লাগছে,’ HT Bangla-তে জানালেন কাঞ্চনজঙ্ঘার যাত্রী

এর পরই তিনি বলেন, আমি তো ছিলাম ট্রেনের মধ্যে। কী করে জানব কী ভাবে দুর্ঘটনা ঘটেছে। ধাক্কা লেগেছে সেটাও আমার পক্ষে কী ভাবে জানা সম্ভব? কী ভাবে ধাক্কা লেগেছে সে তো পরের কথা। আমি কেন মৃত চালকদের নামে অভিযোগ করতে যাব? আমার নামে কেউ ভুয়ো FIR করেছে।