Lockie Ferguson sets world record in T20 World Cup 2024 PNG vs NZ match cricket world in awe

ত্রিনিদাদ: চার ওভারের চারটিই মেডেন, ঝুলিতে তিন উইকেট। অবিশ্বাস্য লাগলেও, এটাই পাপুয়া নিউ গিনির (PNG vs NZ) বিরুদ্ধে লকি ফার্গুসনের (Lockie Ferguson) বোলিং পরিসংখ্যান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা আর কোনদিনও দেখা যায়নি। ফার্গুসনের বোলিং পরিসংখ্যান দেখে বিস্মিত ক্রিকেটবিশ্ব। তাঁর অনবদ্য বোলিংয়ে ভর করেই পাপুয়া নিউ গিনিকে হেলায় হারিয়ে এ বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) অভিযান শেষ করল নিউজ়িল্যান্ড।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পুরানের ঝোড়ো ইনিংস, যুবরাজের রেকর্ডে ভাগ, নজির গড়ে আফগানদের বিরুদ্ধে জয় ওয়েস্ট ইন্ডিজ়ের 

আরও দেখুন