Pakistan Coach Gary Kirsten blasts team following T20 World Cup 2024 devastation

নয়াদিল্লি: গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) রানার্স আপ পাকিস্তান দল এই বারের টুর্নামেন্টে গ্রুপ পর্বের গণ্ডিই পার করতে পারেনি। বাবর আজমদের এই হতাশাজনক পারফরম্যান্স নিয়ে কাঁটাছেঁড়া চলছে। এরই মাঝে নাকি দলের কোচ গ্যারি কার্স্টেন (Gary Kirsten) এই হতাশাজনক টুর্নামেন্টের পর  দলের অন্দরমহে চরম অসন্তোষ প্রকাশ করেছেন বলে খবর।

সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হচ্ছে যে দলের মধ্যেকার ঐক্য নিয়ে চূড়ান্ত হতাশা প্রকাশ করেন কার্স্টেন। তিনি বলেন, ‘পাকিস্তান দলে কোনও ঐক্য নেই। ওরা এটাকে দল বললেও, দলের মতো কিছুই নেই। কেউই দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ায় না। সবাই নিজেদের নিয়েই ব্যস্ত। আমি এর আগেও বহুদলের সঙ্গে কাজ করেছি। তবে কোনদিন অন্দরমহলে এমন পরিস্থিতি দেখিনি।’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: নজর কাড়লেন কন্তে, অস্ট্রিয়াকে হারিয়ে ইউরো অভিযান শুরু ফ্রান্সের 

আরও দেখুন