Health Tips High Cholesterol Signs At Younger Age Know About Related Diseases

High Cholesterol Signs At Younger Age: বর্তমান সময়ের জীবনযাত্রার জেরেই রক্তে খারাপ কোলেস্টেরল পরিমাণ বেড়ে যেতে পারে। কয়েক দশক আগে পর্যন্ত সামগ্রিক চিত্রটা ছিল অন্যরকম। চিকিৎসকদের কথায়, মধ্য বয়স্ক ব্যক্তিদেরই সেই সময় রক্তে কোলেস্টেরল ধরা পড়ত। আর ধরা পড়ত বয়স্কদের। তবে এখনকার দিনে অনেক কম বয়সীদের মধ্যেই হার্টের সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি দেখা দিচ্ছে উচ্চ মাত্রার কোলেস্টেরল (High Cholesterol Signs)। রক্তে কোলেস্টেরল বাড়তে থাকলে আগেভাগে কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে। এই লক্ষণগুলি নজরে রাখতে পারলে কোলেস্টেরল সহজেই নিয়ন্ত্রণে আনা যায়।

উপসর্গহীন কোলেস্টেরল বৃদ্ধি

সাধারণত রক্তে কোলেস্টেরল বাড়লে কোনওলক্ষণ দেখা দেয় না। ক্লিভল্যান্ড ক্লিনিকের একটি সূত্র অনুযায়ী, একজন ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীরও কোলেস্টেরল থাকতে পারে। তাহলে কোলেস্টেরল বাড়ছে (High Cholesterol) কি না বোঝার উপায় ? কোলেস্টেরল বাড়লে শরীরের বেশ কিছু অঙ্গের ক্ষতি হয়। সেগুলিই জানান দেয় খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়ছে।

সাধারণ কিছু লক্ষণ

  • বুকের বামদিকে ব্যথা হতে পারে মাঝে মাঝে। এই ব্যথার লক্ষণ হল চিনচিন করে ব্যথা।
  • ক্লান্ত লাগতে পারে ভীষণ। কারণ কোলেস্টেরলের অভাবে শরীরের সমস্ত অঙ্গে ঠিকমতো রক্ত পৌঁছায় না।
  • পায়ের নিচের দিকে ব্যথা হতে পারে। কারণ কোলেস্টেরল বাড়লে পায়ের ধমনীতেও জমতে শুরু করে।

কোন কোন রোগ কোলেস্টেরলের সংকেত ?

রক্তচাপ বেড়ে যাওয়া –  রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। তাই রক্তচাপ পরীক্ষার মধ্যে দিয়ে কোলেস্টেরলের ইঙ্গিত পাওয়া যায়।

ডায়াবেটিস – কোলেস্টেরল আর ডায়াবেটিস প্রায় হাত ধরাধরি করে আসে। কারণ এই দুইরকম রোগই স্ট্রেস ও ইনফ্লেমেশন বা প্রদাহ থেকে হয়। ফলে রক্তে সুগার বেড়ে গেলে কোলেস্টেরলের শিকার হওয়াও অস্বাভাবিক নয়।

পেরিফেরাল আর্টারি ডিজিজ – পা, হাত এই অঙ্গে থাকা ধমনীগুলিকে পেরিফেরাল আর্টারি বলে। পায়ের রক্ত জমাট বেঁধে যাওয়া। ঘন ঘন পায়ে ঝিঁঝি ধরার মতো সমস্যাগুলি কোলেস্টেরলের লক্ষণ হতে পারে।

স্ট্রোক – রক্তে অতিরিক্ত কোলেস্টেরলের কারণে স্ট্রোক হতে পারে। ইসকেমিক স্ট্রোকের সংখ্যায় বিশ্বে সবচেয়ে বেশি। এই স্ট্রোকে হার্ট থেকে রক্ত মস্তিষ্কে পৌঁছাতে পারে না। কারণ ধমনীতে কোলেস্টেরল বাধা হয়ে থাকে।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন – Viral Video: অ্যামাজনের অনলাইন প্যাকেট থেকে উঁকি সাপের ! Viral Video দেখে তোপ নেটিজেনদের

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন