T20 World Cup 2024 BCCI Cricket Advisory Committee interviews Gautam Gambhir WV Raman

মুম্বই: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup ) সুপার এইটে পৌঁছে গিয়েছে ভারত। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে পরীক্ষা রোহিত শর্মা, বিরাট কোহলিদের। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তারা ব্যস্ত আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। 

কে হবেন জাতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) উত্তরসূরি?

মঙ্গলবার দু’জনের সাক্ষাৎকার নিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) উপদেষ্টা কমিটি। কারা সেই দুজন? গৌতম গম্ভীর ও ডব্লিউ ভি রামন। যাঁদের মধ্যে গম্ভীরের ভারতীয় দলের দায়িত্ব নেওয়া শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকেই। 

টি-২০ বিশ্বকাপের পরই কোচ হিসাবে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রাবিড় নিজে আর কোচ থাকতে আগ্রহী নন। তিনি নতুন করে আবেদনও করেননি। তবে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসাবে যার নাম শোনা যাচ্ছে সবচেয়ে জোরালভাবে, তিনি ভারতের জার্সিতে জোড়া বিশ্বকাপ জিতেছেন। গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ক্রিকেট থেকে অবসরের পর যিনি মেন্টর হিসাবে বিভিন্ন দলের দায়িত্ব সামলেছেন। তার মধ্যে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েই যেন ম্যাজিক করেন। দশ বছর পর শাহরুখ খান-জুহি চাওলার দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেন গুরু গম্ভীর।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁর সাক্ষাৎকার নিয়েছে ক্রিকেট উপদেষ্টা কমিটি। বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন ক্রিকেটার অশোক মলহোত্র জুম কলে গম্ভীরের সঙ্গে কথা বলেছেন। প্রথম দফার সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। 

তবে শুধু গম্ভীর নন, সাক্ষাৎকার নেওয়া হয়েছে ডব্লিউ ভি রামনেরও। সেটিও হয়েছে জুম কলে। ভারতীয় ক্রিকেটকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে চান, তা নিয়ে রামন নিজের প্রেজেন্টেশন দিয়েছেন। 

উপদেষ্টা কমিটির বাকি সদস্যরা হলেন যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা পণ্ডিত। শোনা যাচ্ছে, গম্ভীরের সঙ্গে মিনিট চল্লিশেক কথা হয়েছে। তবে ঠিক কী কথাবার্তা হয়েছে, তা এখনও জানা যায়নি। গম্ভীরের চাকরি কার্যত পাকা। বোর্ড স্তরেই গম্ভীরের নাম চূড়ান্ত করে ফেলা হয়েছে বলে খবর। আগামী দিন দুয়েকের মধ্যে গম্ভীরের নাম চূড়ান্ত হয়ে যেতে পারে।

আরও পড়ুন: আটকে গেলেন রোনাল্ডো, শেষ মুহূর্তের গোলে চেক কাঁটা পেরোল পর্তুগাল

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন