আগে গোল করেও ডেনমার্ককে হারাতে পারলো না ইংল্যান্ড

হ্যারি কেইনের নৈপুণ্যে ইংল্যান্ড আগে গোল পেয়ে নক আউট পর্বের স্বপ্ন দেখছিল। কিন্তু প্রতিপক্ষ ডেনমার্ক চোখে চোখ রেখে খেলেছে। থ্রি লায়ন্সদের জিততে দেয়নি। বরং আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচটিতে পিছিয়ে থেকে দারুণভাবে খেলায় ফিরে আসে এরিকসনরা। অন টার্গেট শট কিংবা বল দখলে কিছুটা এগিয়ে থেকেও ডেনমার্ককে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ১-১ গোলে ডেনমার্কের সঙ্গে ড্র করে নক আউট পর্বে ওঠার সম্ভাবনা ভালোভাবে বাঁচিয়ে রেখেছে।

সি গ্রুপে ইংলিশদের দুই ম্যাচে চার পয়েন্ট। ডেনমার্ক দুই পয়েন্ট পেয়েছে। এখন শেষ ম্যাচে নির্ভর করবে কোন দুটি যাবে নক আউট পর্বে।

ফ্রাঙ্কফুর্টের মাঠে এরেনাতে ম্যাচ শুরুর প্রথম মিনিটে ডেনমার্ক সুযোগ পায়। তবে এরিকসেনের পাসে পিয়েরি এমিলের বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার প্রতিহত করে গোল হতে দেননি।

ফিল ফোডেনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর  হ্যারি কেইন সফল হন। ১৮ মিনিটে ইংল্যান্ড এগিয়ে যায়। কেইন ডি বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের শটে গোলকিপার কাসপারকে হারান। গোল শোধের সুযোগ পায় ডেনমার্ক। ২৫ মিনিটে এন্ডারসেনের ক্রসে উইন্ডের হেড লক্ষ্যে যাওয়ার আগেই গোলকিপার রক্ষা করেন। পরের মিনিটে আগের ম্যাচে গোলদাতা এরিকসেনের শট রক্ষণে এসে বাধাপ্রাপ্ত হয়।

৩৪ মিনিটে ডেনমার্ক সমতাসূচক গোল পেলে সমর্থকরা স্বস্তির নিশ্বাস ফেলেন। বক্সের বাইর থেকে মরটেন হুলমান্ডের ডান পায়ের জোরালো শট খুঁজে নেয় ঠিকানা। গোলের নেপথ্যে ছিলেন ভিক্টর ক্রিস্টিয়ানসেন। এরপর ডেনিশরা আরও দুটো সুযোগ পেয়ে ব্যবধান বাড়াতে পারেনি। ইংল্যান্ডও চেষ্টা করে পারেনি ব্যবধান বাড়াতে।

বিরতির পর দুই দল আগের মতো খেলতে থাকে। ৪৭ মিনিটে জোনাস উইন্ড সুযোগ পেয়ে নিশানা ভেদ করতে পারেননি। ৫১ মিনিটে ইংল্যান্ডের ডেকানও চেষ্টা করে লক্ষ্যভেদ করতে পারেননি। গোলকিপার ছিলেন বাধা হয়ে। আক্রমণ-প্রতিআক্রমণ চলতেই থাকে। শেষ ৬ মিনিটে ডেনমার্ক যেন সুযোগ বেশি তৈরি করেছিল। যদিও কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলের দেখা পাওয়া হয়নি।

এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।

এর আগে সি গ্রুপের অন্য ম্যাচে স্লোভেনিয়া শেষ মুহূর্তে গোল খেয়ে তিন পয়েন্ট পায়নি। আগে গোল করে জয়ের সম্ভাবনা তৈরি করে অনেকদূর টেনে গিয়েছিল তারা। কিন্তু সার্বিয়া বিরতির পর যোগ করা সময়ে গোল করে তাদের জয় পেতে দেয়নি। মিউনিখে ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্র দিয়ে।