Monsoon 2024: অবশেষে এগোল বর্ষা, দক্ষিণবঙ্গে কি ঢুকে পড়ল মৌসুমী বায়ু?

টানা ১৯ দিনের এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে বৃহস্পতিবার কিছুটা এগোল মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। বৃহস্পতিবার উত্তরবঙ্গ লাগোয়া বিহারের কিছু অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বর্ষা এখনও প্রবেশ করেনি বলেই দাবি মৌসম ভবনের।

আরও পড়ুন – শিশুচুরির গুজবকে কেন্দ্র করে রণক্ষেত্র বারাসতের কাজিপাড়া, আক্রান্ত পুলিশও

পড়তে থাকুন – রাজভবনের সামনে অভিষেকের ধরনার অনুমতি দিয়ে অন্যায় করেছে পুলিশ, আদালতে মানল রাজ্য

 

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরেই প্রাক বর্ষার বৃষ্টি চলছে। বৃহস্পতিবার বেলা বাড়তে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই নামে ঝেঁপে বৃষ্টি। দীর্ঘ বিরতির পর বৃষ্টি হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও। যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে সাময়িক মুক্তি পেয়েছে মানুষ।

তবে আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি হলেও মৌসুমী বায়ু প্রবেশের সমস্ত শর্ত পূর্ণ হয়নি দক্ষিণবঙ্গে। যার ফলে বর্ষা প্রবেশ করেছে বলে ধরে নেওয়া যায় না। বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা বলেন, ‘মৌসুমী বায়ু প্রবেশ করেছে ঘোষণা করতে গেলে অন্তত টানা ৩ দিন সেখানে বৃষ্টিপাত হতে হয়। সেই শর্ত দক্ষিণবঙ্গে এখনও পূরণ হয়নি। যার ফলে এখনই বর্ষা ঢুকেছে বলে দেওয়া যায় না। তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার যেটা হয়েছে সেটা প্রাকবর্ষার বৃষ্টি। আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে।’

আরও পড়ুন – গায়ের জোরে দখল করা জমিতে তৃণমূল পার্টি অফিস, ২০ দিনের মধ্যে ভাঙতে বলল হাইকোর্ট

সাধারণত ১০ জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করে বর্ষা। ১২ জুনের মধ্যে গোটা দক্ষিণবঙ্গের দখল নেয় মৌসুমী বায়ু। গোটা দেশের মতো দক্ষিণবঙ্গেও কৃষিকাজ নির্ভর করে বর্ষার বৃষ্টির ওপর। বর্ষার প্রবেশে বেশি দেরি হলে তার ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।