ডাকাতদের হামলায় আহত সাবেক ফুটবল তারকা রবার্তো ব্যাজিও

ইতালির সাবেক ফুটবল তারকা রবার্তো ব্যাজিও নিজের বাড়িতে সশস্ত্র ডাকাতদের হামলায় আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, বৃহস্পতিবার (২০ জুন) রাত ১০টা নাগাদ অন্তত পাঁচ জন ডাকাত উত্তর ইতালিতে ৫৭ বছর বয়সী রবার্তো ব্যাজ্জিওর ভিলায় প্রবেশ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ডাকাতির ঘটনাটি প্রায় ৪০ মিনিট ধরে চলে। ব্যাজিও ডাকাতদের থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এক ডাকাত তার কপালে বন্দুক দিয়ে আঘাত করে।

এরপর তাকে ও তার পরিবারকে একটি ঘরে আটকে রাখা হয়। ডাকাতরা মূল্যবান জিনিসপত্র খুঁজে বের করার জন্য বাড়িটি তছনছ করে। তবে কতটুকু সম্পদ নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। তার পরিবারের কেউ শারীরিক আঘাতের শিকার হননি।

ডাকাতরা চলে গেলে ব্যাজিও ঘরের দরজা ভেঙে বের হন এবং পুলিশকে ফোন দেন।

ইতালীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশকে ঘটনাটির সিসিটিভি ফুটেজ হস্তান্তর করা হয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করছে।

মাথায় আঘাত পাওয়া অবস্থায় তাকে আর্জিনানোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কপালে সেলাই করা হয়েছে।

আহত হওয়ার পর প্রথম প্রকাশ্য বক্তব্যে ব্যাজিও তার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এখন শুধু ভয় কাটিয়ে উঠতে হবে। ভাগ্যক্রমে আমি যে সহিংসতার শিকার হয়েছি তাতে শুধু কপালে কয়েকটি সেলাই, কিছু আঘাতের চিহ্ন এবং অনেক ভয় সৃষ্টি করেছে।

কোরিয়ের দেলা সেরা সংবাদমাধ্যম জানিয়েছে, এই সহিংস ঘটনা ঘটে যখন ব্যাজিও এবং তার পরিবার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ইতালি ও স্পেনের খেলা দেখছিলেন।

ভেনেটো অঞ্চলের প্রেসিডেন্ট লুকা জাইয়া বলেছেন, সব ভেনেটিয়ান আশা করেন ব্যাজিও ‘এই খারাপ রাতের’ প্রভাব কাটিয়ে উঠতে পারবেন। তিনি এই স্ট্রাইকারকে স্থানীয় ফুটবল ও অঞ্চলের ‘প্রতীকী চ্যাম্পিয়ন’ বলে বর্ণনা করেছেন।

লুকা জাইয়া আরও বলেন, এই ঘটনার নিন্দা অবশ্যই করা উচিত এবং আশা করি অপরাধীরা শিগগিরই বিচারের সম্মুখীন হবে।

‘দিভিন কডিনো’ (দেবদূতের বেণি) নামে পরিচিত ব্যাজিও১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে তার দলকে নেতৃত্ব দেন। তবে তিনি পেনাল্টি শুটআউটে গোল মিস করেন। যার ফলে ব্রাজিল তাদের চতুর্থ বিশ্বকাপ জয় করে।

তিনি জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান হয়ে খেলার পরে ২০০৪ সালে অবসর নেন। তিনটি বিশ্বকাপে গোল করা একমাত্র ইতালিয়ান ফুটবলার তিনি। বিশ্বকাপে যৌথভাবে তিনি ইতালির সর্বোচ্চ গোলদাতা।